ডেস্ক রিপোর্ট, আমার কলম :- এবারের পয়লা বৈশাখ পড়েছে ১৫ এপ্রিল, শুক্রবার। বাংলার সৌর ক্যালেন্ডারের প্রথম মাস বৈশাখের প্রথম দিনটিকে নববর্ষ বা পয়লা বৈশাখ বলা হয়। বাংলা বছরের প্রথম দিন।
বাঙালির বারো মাসে তেরো পার্বণের সূচনাও হয়ে যায় এই দিন থেকেই। বাঙালির জীবনে এই দিনটির আবেগ ও ঐতিহ্য বরাবরই অন্যরকম। কেউ গঙ্গাস্নান করে, কেউ মন্দিরে পুজো দিয়ে, কেউ আবার পরিবার বন্ধুবান্ধব নিয়ে দেদার খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে উদযাপন করেন দিনটি।
ব্যবসায়ীদের কাছে আবার এই দিনটির গুরুত্ব আরও বেশি। হালখাতার মধ্যে দিয়ে নতুন বছরের ব্যবসাবাণিজ্য শুরু করেন তাঁরা।
amarkolom24x7.blogspot.com -এর পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।


No comments:
Post a Comment