Breaking

Thursday, March 10, 2022

হেভিওয়েটরা এগিয়ে রয়েছে পঞ্জাবে

ডেস্ক রিপোর্ট :- ভগবন্ত মান এগিয়ে ধুরি কেন্দ্রে। তিনিই পঞ্জাবে আপের ‘মুখ্যমন্ত্রী মুখ’। শেষ খবর পাওয়া পর্যন্ত, আপ এগিয়ে রয়েছে মোট ৫০ টি আসনে। 

চমকৌর সাহেব কেন্দ্রে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নি। পাতিয়ালায় এগিয়ে রয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। অমৃতসর পূর্ব কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন সিধু। 

No comments:

Post a Comment

Adbox