Breaking

Thursday, March 10, 2022

গেরুয়া শিবির উত্তরপ্রদেশে এগিয়ে

ডেস্ক রিপোর্ট :- গণনা শুরুতেই গেরুয়া শিবির উত্তরপ্রদেশে এগিয়ে গেল। বিজেপি পোস্টাল ব্যালটের নিরিখে ১১০টি আসনে এগিয়ে। সমাজবাদী পার্টিও পিছিয়ে নেই। পোস্টার ব্যালটের গণনায় অখিলেশ যাদবের দল ৬০ টি আসনে এগিয়ে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত, ৩টি আসনে বিএসপি ও ২টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। উত্তরপ্রদেশে ভোট গণনার লড়াইয়ের টাফ ফাইট আশা করছে বিশেষজ্ঞ মহল। রাজনৈতিক মহলের দাবি, এই প্রবণতা পরে পাল্টে যেতেও পারে। 

No comments:

Post a Comment

Adbox