Breaking

Monday, March 28, 2022

যাদবপুর আইআইসিবি গবেষণাগারে আগুন, ঘটনাস্থলে যান মন্ত্রী সুজিত বসু

ডেস্ক রিপোর্ট :- চারতলা রসায়ন গবেষণাগারে আগুন লাগার আতঙ্ক ছড়িয়ে পড়তেই পড়ুয়া ও কর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তবে আগুন লাগার সময়ে এই গবেষণাগারে কেউ ছিলেন না। গবেষণাগারের ভেতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। 

দুপুর পৌনে বারোটা নাগাদ আগুন লাগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি এর রসায়নাগারে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ১৩ টি ইঞ্জিন আগুন নেভানোর জন্য পৌঁছায়। তবে আগুন কি কারনে লেগেছে তা এখনো জানা যায়নি।

ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবেলা কর্মীরা।আগুন লাগার পর গোটা এলাকায় ধোয়ায় ঢেকে যায় এবং আতঙ্কের বাতাবরণ তৈরি হয়।ঘটনাস্থলে যাদবপুর থানার ওসি ও স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস পৌঁছান। দমকল মন্ত্রী সুজিত বসু পর্যবেক্ষণ করেন এবং পড়ুয়াদের আশ্বস্ত করেন।

No comments:

Post a Comment

Adbox