Breaking

Monday, March 28, 2022

বগটুই কাণ্ডে সিবিআই তলব করল এসডিপিও-কে

ডেস্ক রিপোর্ট :- রামপুরহাট এর বগটুই গ্রামের গণহত্যা কাণ্ডে  সিবিআই এবার তলব করেছে এসডিপিও-কে। গাফিলতির অভিযোগ জমা পড়েছে, ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। 

তদন্তের পর জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় এসডিপিও ঘটনাস্থলে  পৌঁছেছিলেন সবার আগে। কিন্তু ঠিক সেই সময় যেখানে যাওয়ার কথা ছিল, ঠিক তার  পরিবর্তে অন্য স্থানে দাঁড়িয়েছিলেন এই পুলিশ কর্তা বলে অভিযোগ। 

এও অভিযোগ ওঠে এসডিপিও নিজে দায়িত্ব নিয়ে দমকল কর্মীদের অন্যদিকে পাঠিয়েছিলেন। রাজ্য সরকার তাঁকে ইতিমধ্যেই ক্লোজ করেছে। 

No comments:

Post a Comment

Adbox