ডেস্ক রিপোর্ট :- ট্রেড ইউনিয়ন যুব, দু'দিন ব্যাপী সর্বভারতীয় বন্ধের ডাক দিয়েছিলো। প্রথম দিন বিভিন্ন প্রান্তে রেললাইনে বসে রেল অবরোধ হাওড়া সেকশনে একাধিক লাইনে দীর্ঘক্ষন রেল অবরোধ দেখা যায়। শিয়ালদা শাখাতেও একাধিক রুটে ট্রেন অবরোধ করতে দেখা যায়।
নদীয়ার কৃষ্ণনগর শহর নবদ্বীপ শান্তিপুর রানাঘাট চাকদা একাধিক শহরে আজ সকাল থেকেই দোকান বাজার খুলতে দেখা যায় এবং সাধারণ মানুষ ছন্দে ফেরার চেষ্টা করছে। কৃষ্ণনগর রুটের সমস্ত পরিবহন স্বাভাবিক দেখা যায়। কৃষ্ণনগর সহ মায়াপুর রুটের বাস কম থাকলেও বাস মালিক পক্ষ বাস রাস্তায় নামানোর সিদ্ধান্ত নেয়।
এদিকে কোচবিহার শহরের কিছু কিছু জায়গায় বন্ধের পক্ষে মানুষজন প্ল্যাকার্ড হাতে বন্ধ সফল করতে রাস্তায় নামে এবং দোকানপাট বন্ধ করার চেষ্টা করে। হাওড়ার আমতায় বন্ধকারীরা বন্ধের পক্ষে রেল অবরোধ করেন কিছুক্ষণ। মেদনীপুরে বাসস্ট্যান্ডে বন্ধের পক্ষে কিছু মানুষ টিকিট কাটা যাত্রীদের বাসে উঠতে বাধা দেয় এবং বাস টার্মিনালে অনেকক্ষণ তারা অবরোধ বিক্ষোভ দেখান ফলে স্বাভাবিকভাবেই ব্যাঘাত ঘটে পরিবহন ব্যবস্থা।
এদিন কলকাতায় পরিবহনের ক্ষেত্রে স্বাভাবিক যানবাহন দেখা যায় রাস্তাঘাটে। সরকারি পরিবহন ও বেসরকারি পরিবহনের একাধিক বাস-মিনিবাস কলকাতার বুকে চলতে দেখা দেয় সকাল থেকেই।
No comments:
Post a Comment