ডেস্ক রিপোর্ট :- মহারাষ্ট্রের নাসিকে হাড় হিম করা ঘটনা ঘটেছে। সেখানে একটি দোকানের বেসমেন্ট থেকে উদ্ধার হয়েছে মানুষের চোখ, মাথার খুলি, কান এবং মুখের অন্যান্য অঙ্গ। সূত্রের খবর অনুযায়ী, দীর্ঘ ১৫ বছর ধরে দোকানটি বন্ধ।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় ১৫ বছর ধরে বন্ধ থাকা এই দোকানটির বেসমেন্ট থেকে দুর্গন্ধ আসতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়।
তারপর পুলিশি তল্লাশির পর মানুষের এই অঙ্গ-প্রত্যঙ্গ গুলি পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোকানের ভেতর থেকে পাওয়া যায় দুটি ড্রাম। সেই ড্রামগুলি খোলার পরই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গুলি উদ্ধার হয়।
উদ্ধার হওয়া অঙ্গ গুলি ফরেন্সিক টিমের হাতে তুলে দেয়া হয়েছে। কিন্তু প্রশ্ন ওই মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ গুলি কিভাবে ওই বন্ধ দোকানে এল? গোটা বিষয়টি তদন্ত করে দেখছে নাসিক পুলিশের ক্রাইম শাখা।
No comments:
Post a Comment