Breaking

Tuesday, March 29, 2022

সমগ্র দেশে মহাজোটের লক্ষ্যে চিঠি লিখলেন মমতা

ডেস্ক রিপোর্ট :- আবারও একবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী মহাজোটের আহ্বান জানালেন। তিনি, দেশের সমস্ত বিরোধী দলের নেতাদের এবং অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়ে আবারও বৈঠকে বসার আর্জি জানালেন। 

মমতার অভিযোগ, দেশের গণতন্ত্রের উপর সরাসরি আঘাত হানছে কেন্দ্রের বিজেপি সরকার। আর সেই কাজে ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সি গুলি মোদী সহ অন্যান্য বিজেপি নেতাদেরকে সাহায্য করছে। 

বিজেপি চাইছে, বিরোধী স্বর নির্মূল করতে, এইসব  এজেন্সি গুলিকে লেলিয়ে দিয়ে। 

No comments:

Post a Comment

Adbox