ডেস্ক রিপোর্ট :- অনুব্রত মণ্ডল পেলেন না গ্রেপ্তারি পরোয়ানা এড়ানোর জন্য রক্ষা কবচ। হাইকোর্টের একক বেঞ্চ - এ রায় বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
একক বেঞ্চ - এ গ্রেফতারি পরোয়ানা রক্ষা কবচ - কে খারিজ করে কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ এ রায়ই বহাল রাখল। আগে চারবার সমন জারি হওয়ার পর গ্ৰেপতারের আশঙ্কা করে অনুব্রত মণ্ডল হাইকোর্টে রক্ষাকবচ গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে আবেদন করেন।
গরু পাচারে তার নাম আসার জন্য তিনি এই গ্রেপ্তারি এরানোর জন্য সুবিধা চেয়েছিল, কিন্তু সেটি আজ খারিজ হয়ে যায়।
No comments:
Post a Comment