Breaking

Tuesday, March 29, 2022

শুনলে অবাক হবেন, কুঁড়েঘরের দাম নাকি ২ কোটি টাকা!

ডেস্ক রিপোর্ট :- শুনলে অবাক হবেন এবং অবাক হওয়ারই কথা! কুঁড়েঘরের দাম নাকি ২ কোটি টাকা! আমরা দামী অনেক কিছু জিনিসের কথাই শুনেছি, কিন্তু তাই বলে একটি কুড়েঘরের মূল্য ২ কোটি টাকা। সম্প্রতি এক কুঁড়েঘরের ছবি দেখে এবং তার দাম শুনে হতবাক হয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার ব্যাবহারকারীরা। 

কুঁড়েঘরটি নিশ্চুপ ভাবে দাঁড়িয়ে রয়েছে সমুদ্রতীরে। ব্রিটেনে এই কুড়েঘরটি রয়েছে। তবে নির্মাতা দাবি করেছেন, সমুদ্রের অপরূপ দৃশ্য এবং সৌন্দর্য উপভোগ করতে এই কাঠ-বাঁশের তৈরি এই কুঁড়েঘরটির জুড়ি মেলা ভার। ব্রিটেনের লন্ডন শহরের অদূরে নর্থ ওয়েলসের গুইনে সমুদ্রসৈকতে তৈরি করা হয়েছে এই কুড়ে ঘরটি। 

কিন্তু এই ঘরটিতে কোন জলের ব্যবস্থা নেই, নেই কোনো আলোর ব্যাবস্থা। এমনকি জল নিষ্কাশনেরও কোন ব্যবস্থা নেই। তবে এই কুড়ে ঘর থেকে সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাবে ১০০% বলেই দাবি নির্মাতার। 

এখনো কেউ এই ঘরটি কেনার প্রস্তাব দেননি। বরং অনেকেই পরিহাস করেছেন এর মূল্য নিয়ে। নির্মাতা সেই পরিহাসের যোগ্য উত্তরও দিয়েছেন। 

No comments:

Post a Comment

Adbox