Breaking

Sunday, March 13, 2022

মহাদেবের লীলার এক অপরূপ লীলা হলো শঙ্খচূড় ও তুলসীর গল্প

ডেস্ক রিপোর্ট :- মহাদেবের লীলার এক অপরূপ লীলা হলো শঙ্খচূড় ও তুলসীর গল্প।  এক ভয়ানক অসুর ছিল শঙ্খচূড়। তুলসী দেবী ছিলেন তার স্ত্রী। একদা মহাদেবের সাথে শঙ্খচূড় অসুরের যুদ্ধ বাঁধে। দেবাদিদেব মহাদেব যুদ্ধে তাঁর স্বামী শঙ্খচূড়কে পরাজিত করতে পারছিলেন না, তার প্রধান কারণ ছিল তুলসী দেবীর সতীত্বের দৃঢ়তা।  

তখন মহাদেব শরণাপন্ন হলেন পালন কর্তা বিষ্ণুর। বিষ্ণু, তুলসী দেবীর কাছে গেলেন শঙ্খচূড়ের রূপ ধরে।  ভগবান বিষ্ণুকে, তার স্বামী হিসেবে চিন্তা করতেই, তুলসী দেবীর সতীত্ব ভাঙ্গা পড়ল মুহূর্তের মধ্যে। আর তখনই মহাদেব এই ঘটনার সুবিধা নিয়ে যুদ্ধে শঙ্খচূড়কে বধ করেন। 

No comments:

Post a Comment

Adbox