Breaking

Sunday, March 13, 2022

ভারত বন্ধ আগামী ২৮ মার্চ ও ২৯ মার্চ

ডেস্ক রিপোর্ট :- বামেরা ভারত বন্ধ ডাকল। আগামী ২৮ মার্চ ও ২৯ মার্চ সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সর্ব ভারতীয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহ। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু শনিবার, প্রেস বিবৃতির মাধ্যমে এই দুই দিন বনধের কথা ঘোষণা করেন। 

বামেদের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'জনগণকে বাঁচাও এবং জাতিকে বাঁচাও'। বামেরা মূলত ১২ দফা দাবিতে এই দু দিন ব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। 

No comments:

Post a Comment

Adbox