ডেস্ক রিপোর্ট :- পনিটেল বেঁধে আসতে পারবে না স্কুলে মেয়েরা। ছাত্রদের ‘যৌন উত্তজেনা' বাড়ায় নাকি পনিটেল। এমনই দাবির ভিত্তিতে, জাপানের স্কুলগুলিতে নিষিদ্ধ করা হল মেয়েদের পনিটেল বাঁধা। এই রকমের আজব আজব সব নিষেধাজ্ঞার জন্য জাপানের স্কুলগুলি কুখ্যাত।
ভাইস ওয়ার্ল্ড নিউজ এর একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। স্কুল পড়ুয়াদের উপর, অন্তর্বাসের রং কি হবে, মোজার আকার কতটা হওয়া উচিত এইধরনের নানাপ্রকার নিষেধাজ্ঞা চাপানো হয়ে থাকে।
No comments:
Post a Comment