Breaking

Saturday, March 12, 2022

টুকলি করতে না পারার প্রতিবাদে, মাধ্যমিক পরীক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট :- টুকলি করে লিখতে না পারার প্রতিবাদে, মাধ্যমিক পরীক্ষার্থীদের বিক্ষোভ। এমনি চাঞ্চল্যকর ঘটনা ঘটলো রাজ্যের বুকে। মাধ্যমিকে পরীক্ষার্থীদের রুমে কড়াকড়ি নজরদারি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার্থীদের কেউ টুকলি করতে পারছে না, করাকরি নজরদারির ফলে। 

কেন থাকবে এই কড়া নজরদারি পরীক্ষা কেন্দ্রে। এমনই আজব একটা বিষয়ে প্রশ্ন তুলে পরীক্ষা শুরুর আগে  পরীক্ষার্থীদের একাংশ বিক্ষোভ দেখাল। কেশপুরের মুগবসান হাইস্কুলের সামনে এই  বিক্ষোভ করে ছাত্র-ছাত্রীদের একাংশ। 

প্রশাসনের আধিকারিকেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি আয়ত্তে আনেন তারা। কুঁয়াই হাইস্কুল এবং মুন্ডুলিকা হাইস্কুলের ছাত্রছাত্রীরা ওই কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে। 

No comments:

Post a Comment

Adbox