নিজস্ব প্রতিবেদন, আমার কলম : বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের সাংগঠনিক নির্বাচনে চেয়ারপার্সন নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন প্রায় ৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে। আর এই সাংগঠনিক নির্বাচনে দলের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন পদে মমতা বন্দ্যোপাধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
বুধবার কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনে দলের চেয়ারপার্সন ( সভাপতি ) পদে আগ্রহীদের জন্য মনোনয়ন জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এই নির্বাচন সংবিধান মেনেই হয়। পার্থ চট্টোপাধ্যায়কে এই নির্বাচনের রিটার্নিং অফিসার করা হয়। এছাড়াও নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, বুদ্ধিজীবী ও বিশিষ্ট গুণী জনেরা। দলের সাংসদ, বিধায়ক এবং বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারীরাও উপস্থিত ছিলেন।
এদিন সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত তৃণমূলের চেয়ারপার্সন এর পদের জন্য মনোনয়ন জমা নেওয়ার সময় দেওয়া হয়েছিল। কিন্তু এই পদের জন্য মনোনয়ন জমা দেননি কেউই। এরপর নির্বাচনী রিটার্নিং অফিসার পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী ঘোষণা করেন। সূত্রের খবর, ১১ জন সদস্যকে নিয়ে গঠিত হবে তৃণমূলের ওয়ার্কিং কমিটি।
No comments:
Post a Comment