এই ডেপুটেশন নিয়ে মীনাক্ষী মুখার্জী বলেন, ১৬ নম্বর ওয়ার্ড এলাকায় এতগুলি পাড়া, বস্তি রয়েছে কিন্তু পৌরনিগমের আয়ত্তে আজ পর্যন্ত কোনো উন্নয়ন হয়নি। মানুষরা পানীয় জল পাচ্ছে না, নেই ভালো রাস্তা, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, নেই কোনো হাইমাস্ লাইট, নেই বাসের ব্যাবস্থা।
তাছাড়া বাইপাসের উপর প্রায় দিনই দুর্ঘটনা ঘটে থাকে কিন্তু ক্ষতিপূরণ রূপে যেই টাকা আহতদের পরিবারের মানুষদের পাওয়া উচিত তা কিছু সমাজ বিরোধী মানুষ কিছু রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতা নিয়ে নিজের পকেট ভরছে।যার মারা যায় তারা কিছু পায়না। কিন্তু যখন আমাদের দলের নেতা কর্মীরা তাদের সাহায্য করতে আসে তখন তাদের ধকম দিয়ে বলা হয় এখানে রাজনীতি করতে আসবেন না। এইসব বিষয়কে সামনে রেখে আজ একটি স্মারকলিপি তুলে দেওয়া হল।
No comments:
Post a Comment