Breaking

Wednesday, February 2, 2022

U-19 World Cup 2022 : আজ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মহাযুদ্ধ

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : আজ, বুধবার ভারতের অনূর্ধ্ব - ১৯ দল মাঠে নামবে সেমিফাইনাল খেলতে। আর তাদের সামনে কঠিন প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। পাকিস্তানকে হারিয়ে অস্ট্রেলিয়া দল টুর্নামেন্টের শেষ চারে পৌঁছেছে। ভারতীয় দলে করোনা ভাইরাসের আতঙ্ক আর নেই। তাই এই সেমিতে ভারতীয় দল তাদের পূর্ণ শক্তি দিয়ে মাঠে নামবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায়। 

লক্ষ্মণ এর মন্ত্রে ভারতীয় দল কী পারবে শক্তিশালী অস্ট্রেলিয়াকে থামাতে। ভিকির স্পিন এর জাদুতে কী কুপোকাত হবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। বুধবার সন্ধ্যায় সেই দিকেই থাকবে নজর সমস্ত ভারতীয় ক্রিকেট প্রেমী দর্শক থেকে শুরু করে সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞদের। 

টুর্নামেন্টের শুরুতেই ভারতের তরুণ দলের ৬ জন করোনা আক্রান্ত হয়। সেই সময় তাদের অদম্য সাহস জুগিয়ে গেছেন লক্ষ্মণ। নেট প্র্যাকটিসের সময় ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাট তার মন্ত্রে করে তুলেছেন তীক্ষ্ণ। সামনেই কঠিন লড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিনি ক্রমাগত ধারাবাহিকভাবে যুব যশ ধুলদের তার ক্রিকেটীয় অভিজ্ঞতাকে ছড়িয়ে দিচ্ছেন দলে। কিভাবে চাপ সামলে, মাঠে ইতিবাচক মনোভাব রাখা যায় তার মন্ত্র দিচ্ছেন। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরাবরই দুর্দান্ত রেকর্ড রয়েছে ভিভিএস লক্ষ্মণ এর। তাই চাপ সামলানোর মন্ত্র তার থেকে ভালো কেউ দিতে পারবে না। 

ভারতের কঠিন লড়াইয়ে আর এক ধারালো অস্ত্র হলো ভিকি অস্তয়াল এর স্পিন। দলের এই বা - হাতি স্পিনার এর ভূমিকা অনেক। চলতি বিশ্বকাপে ভিকি মোট ৯ টি উইকেট নিয়ে ভারতের বোলিং বিভাগের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠেছেন। আর যে মাঠে ভারত খেলবে সেখানে স্পিনারদের সাহায্য করে পিচ। ভিকির এই বিশ্বকাপে এক ইনিংসে ৫ উইকেটও নিয়েছেন। 

অন্যদিকে বাংলার পেসার রবি কুমারও দুর্দান্ত ফর্মে রয়েছেন। নতুন বল হাতে রবি ভয়ংকর এই টুর্নামেন্টে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বোলিং এর জবাব দিতে হবে ভারতীয় তরুণ ব্যাটসম্যানদের। তাদের পার্টনারশিপ গড়ার দিকে লক্ষ দিতে হবে। এখন এটাই দেখার সেমিফাইনালের শেষে , শেষ হাসিটা কোন দল হাসে। 

No comments:

Post a Comment

Adbox