Breaking

Wednesday, February 2, 2022

ISL 2021 - 22 : চেন্নাইন এর বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ড্র করলো ইস্টবেঙ্গল

নিজস্ব প্রতিবেদন, আমার কলম : চেন্নাইন এফসি বিরুদ্ধে আজ মাঠে নামে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু এই ম্যাচেও জয় অধরাই রইলো এসসি ইস্টবেঙ্গলের। শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে চেন্নাইন এর বিরুদ্ধে নামতের করা গোলে শেষ পর্যন্ত ড্র পেলো ইস্টবেঙ্গল। 

ডার্বিতে হারের পর ইস্টবেঙ্গল জয়ের জন্য মাঠে নেমেছিল আজ। কিন্তু বারবার নিজেদের রক্ষণের ভুলের জন্য জয় হাতছাড়া হচ্ছে লাল - হলুদের। ইস্টবেঙ্গল ডিফেন্ডার হীরা মণ্ডল ডার্বির ম্যাচে ভালো খেললেও, এই ম্যাচে তার দুটো ভুল ইস্টবেঙ্গলকে অনেকটাই পিছিয়ে দেয় ম্যাচে। তার ফল হিসাবে ড্র করেই মাঠ ছাড়তে হয় লাল - হলুদ বাহিনীকে। 

ইস্টবেঙ্গলের ম্যাচের শুরুটা মোটেই ভালো হয়নি। ইস্টবেঙ্গল ডিফেন্ডার হীরা মণ্ডল ম্যাচের শুরুতেই ২ মিনিটের মাথায় নিজেদের জলেই বল জড়িয়ে দেয় (০-১)। এরপর ১৫ মিনিটের মাথায় নিনথই গোল করে চেন্নাইনকে ফের এগিয়ে দেন হীরার ভুলেই (০-২)। চেন্নাইন এফসির ক্যাপ্টেন অনিরুদ্ধ থাপা, নিনথই ও বাকিরা সবাই ঝাঁজালো ফুটবল খেলেছে। প্রথমার্ধে ২ টি গোলে পিছিয়ে যায় ইস্টবেঙ্গল। 

দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল লড়াকু মেজাজে খেলা শুরু করে। একের পর এক আক্রমণ চালাতে থাকে লাল - হলুদ বাহিনী। ম্যাচের ৬১ মিনিটের মাথায় দুরন্ত ফ্রিকিকে বক্সের বাইরে থেকে সিডোয়েল গোল করেন (১-২)। 

ম্যাচের এই ভাগে বলের দখল অনেকটাই ছিল ইস্টবেঙ্গলের কাছে। অবশেষে অতিরিক্ত সময়ে (৯০+১ মিনিটে) পরিবর্ত হিসাবে মাঠে নামা নামতে গোল করেন (২-২)। শেষ মুহূর্তের গোলটি নামতে কর্নার থেকে করেন। আর তার করা এই গোলেই ড্র করে ১ পয়েন্ট অর্জন করে ইস্টবেঙ্গল। এই ম্যাচে ড্র এর সুবাদে তালিকার ১০ নম্বরে উঠে এলো এসসি ইস্টবেঙ্গল। 

ম্যাচের ফলাফল - 
ফুল টাইম - 
এসসি ইস্টবেঙ্গল 2 - 2 চেন্নাইন এফসি 


No comments:

Post a Comment

Adbox