Breaking

Thursday, February 3, 2022

U-19 World Cup 2022 : যশ ঢুলের শতরানের সুবাদে, যুব বিশ্বকাপে, অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : "ক্যাপ্টেন লিডিং ফ্রম  দা ফ্রন্ট"- এই কথাটা ক্রিকেটের অভিধানে বহুল প্রচলিত। আর সেই কাজটাই করে দেখালো ভারতের অনূর্ধ্ব - ১৯ দলের অধিনায়ক যশ ধুল। যুব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের প্রমাণ করলো নতুন ভারতীয় প্রজন্ম। 

ক্যাপ্টেন যশ ঢুল এই ম্যাচে দুর্দান্ত শতরান করে ভারতের জয়ের জন্য অন্যতম প্রধান কারিগরের ভূমিকা পালন করেন। লক্ষ্মণের ক্রিকেটীয় মন্ত্রে ও তরুণ ক্রিকেটারদের প্রতিভায় সেমিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত আবারো পৌঁছে গেলো অনূর্ধ্ব - ১৯ বিশ্বকাপের ফাইনালে।  আগামী শনিবার (৫ ফেব্রুয়ারি) ভারত ফাইনাল খেলতে মাঠে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। 

বুধবার ভারত প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়াকে বড়ো রানের টার্গেট দেয়। ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে স্কোর বোর্ডে ২৯০ রান সংগ্রহ করে। শুরুতে কিন্তু অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ভারতকে বেশ বেগ পেতে হয়েছিল। ইনিংসের শুরুর দিকে ভারত তাড়াতাড়ি কয়েকটি উইকেট হারায়। 

কিন্তু এরপর ভারতীয় ইনিংসের হাল ধরেন যশ ও রশিদ। ক্যাপ্টেন যশ ঢুল এই ইনিংসে দুরন্ত শতরান করেন। যশ এই ইনিংসে ১১০ বল খেলে ১০ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে ১১০ রান করেন। আর তাকে সমান তালে সাথ দিয়ে গেছেন আর এক তরুণ দলের সহ - অধিনায়ক শেখ রশিদ। শেখ রশিদ এই ম্যাচে ১০৮ বল খেলে ৯৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এই দুই ব্যাটসম্যান এর ব্যাটে ভর করে ভারত বড়ো টার্গেট দিতে সক্ষম হয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দুই ব্যাটসম্যান মিলে তৃতীয় উইকেটের পার্টনারশিপ হিসেবে ২০৪ রান যোগ করেন। অস্ট্রেলিয়ার বোলারদের প্রায় নিষ্ক্রিয় মনে হচ্ছিল এই দুই ব্যাটসম্যান এর সামনে। 

ইনিংসের ৪৬ তম ওভারে জ্যাক নিসবেট পরপর দুই বলে দুই সেট ব্যাটসম্যানদের ড্রেসিং রুমে ফেরান। তারপর  ইনিংসের শেষের চার ওভারে ভারতের স্কোর কার্ড দ্রুত বাড়িয়ে দেন দীনেশ বানা ও নিশান্ত সিন্ধু। দীনেশ বানা তার ইনিংসে মাত্র ৪ বলে অপরাজিত ২০ রান করেন। অন্যদিকে নিশান্ত সিন্ধু ১০ বলে অপরাজিত ১২ রান করেন। 

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৯৪ রানে অল আউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথম ধস নামায় বাংলার রবি কুমার। এরপর ম্যাচে ভিকি অস্তবালের স্পিনের জাদু শুরু হয়। ভিকি ১০ ওভারে ৪২ রান দিয়ে তুলে নেয় ৩ টি উইকেট। ভারত এই সেমিতে, অস্ট্রেলিয়াকে ৯৬ রানে হারিয়ে এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছায়। এখন এটাই দেখার ভারতের অনূর্ধ্ব - ১৯ ভারতীয় দল কী আবারো বিশ্বজয় করতে পারবে? 

No comments:

Post a Comment

Adbox