Breaking

Wednesday, February 2, 2022

সকলের মঙ্গল কামনায় পুজো দিলেন বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারি

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : মঙ্গল কামনার পুজো আর্চা বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারির। ২৭ নম্বর ওয়ার্ডের সকল পরিবার যেনো সুস্থ থাকে পাশাপাশি বিরোধীরাও যেনো সুস্থ থাকে এই কমনায় করলেন। আসানসোল পৌর নিগমের ২৭ নম্বর ওয়ার্ডের সকল পরিবারদের মঙ্গল কামনার জন্যে পুজো আর্চা করলেন বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারি। 

বুধবার আসানসোলের ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিলেন আসানসোল পৌর নিগমের ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারি। বিশেষ করে পুজো দেয় ২৭ নম্বর ওয়ার্ডের সকল পরিবার যেনো সুস্থ থাকে পাশাপাশি বিরোধীরাও যেনো সুস্থ থাকে এই কমনায় করলেন এদিন। 

এদিন প্রার্থী চৈতালি তিওয়ারি বলেন, আমার ২৭ নম্বর ওয়ার্ডের সকল পরিবারদের মঙ্গল কামনা করার পাশাপাশি বিরোধীরাও যেনো ভালো থাকে, এই করোনা মোকাবিলা থেকে মুক্ত করো এবং যে কাজে আমি নেমেছি সেই কাজে সফল হতে পারি বলে এদিন জানান তিনি। 

No comments:

Post a Comment

Adbox