Breaking

Saturday, February 26, 2022

রবীন্দ্রভবনের সামনে দুদিনের ছবি মেলা শুরু হল

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আসানসোলের রবীন্দ্রভবনের সামনে দুদিনের ছবি মেলা শুরু হলো।শনিবার ছবি মেলা কমিটির উদ্যোগে এই ছবি মেলা শুরু হয়েছে।এই ছবি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ADDA এর চেয়ারম্যান তাপস ব্যানার্জি।এইবার এই ছবি মেলা চতুর্থ বছরে পর্দাপণ করলো।জানা গিয়েছে এই ছবি মেলায় প্রায় 17 টি স্টল বসেছে।এই স্টলের মধ্যে আসানসোল শিল্পাঞ্চলের শিল্পীদের হাতে আঁকা নানান ছবি তুলে ধরা হয়েছে।আগামী রবিবার পর্যন্ত চলবে এই ছবি মেলা।ছবি মেলার শেষের দিনে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।উদ্যোগক্তাদের তরফে জানানো হয়েছে শিল্পীদের উৎসাহ দিতে এই ধরনের ছবি মেলার আয়োজন করা হয়েছে।এই ছবি মেলা দেখতে বহু দর্শকের সমাগম হয়েছিলো।
এই প্রসঙ্গে ADDA এর চেয়ারম্যান তাপস ব্যানার্জি বলেন, ছবি আঁকা একটি বিশেষ গুণ। কেউ এটাকে পেশা হিসেবে নেন, আবার কেউ এটাকে মনকে আনন্দ দেওয়ার জন্য করেন। এর সঙ্গে যুক্ত দের প্রতি সম্মান জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
ছবি মেলা কমিটির তরফ থেকে জানানো হয়েছে, এই বছর এই অনুষ্ঠান চতুর্থ বছরে পদার্পণ করলো। এখানে বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা আসেন। 

No comments:

Post a Comment

Adbox