বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার ধেমোমেন কোলিয়ারির ননিয়া পাড়ায়। জানা গেছে, নিঘা কোলিয়ারির শিব ডাঙার বাসিন্দা কাঞ্চন দেবী। গত ২০১৫ সালে তার বিয়ে হয়েছিল আসানসোল দক্ষিণ থানার ধেমোমেন কোলিয়ারির ননিয়া পাড়ার গোলাব ননিয়ার সাথে তার বিয়ে হয়।
৩ লক্ষ টাকা পন নিয়ে বিয়ে হয় (মৃত) কাঞ্চন দেবীর। প্রায়সই তাকে শারীরিক অত্যাচার করতো স্বামী গোলাব ননিয়া ও পরিবারের লোকজন বলে অভিযোগ। অত্যাচারের কারণ,পনের ৩ লক্ষ টাকার মধ্যে ২০ হাজার টাকা কম দেওয়া হয়েছিল। তার জন্যে প্রতিদিন শারীরিক অত্যাচার ও মারধর করা হতো বলে অভিযোগ। তবে এই ঘটনায় শিশুর শাশুড়ি ও ভাসুর এর ননদ কে গ্রেপ্তার করে আসানসোলের দক্ষিণ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দক্ষিণ থানার পুলিশ।
অন্যদিকে মৃত কাঞ্চন দেবীর পিসির অভিযোগ,আমার বাবা চাকরি থেকে অবসর নেওয়ার পর ৩ লক্ষ টাকার মধ্যে ২০ হাজার টাকা কম দিয়ে বিয়ে হয়েছিল গোলাম ননিয়ার সাথে কাঞ্চন দেবীর। চাঁদা তুলে বিয়ে হয়েছিল তাদের মন্দিরে। তবে বেশকিছু দিন ধরে শারীরিক অত্যাচার চালাতো তার ওপরে। প্রায় চার মাস ধরে বাড়ির মধ্যেই থাকতো কারুর সাথে দেখা সাক্ষাৎ করতেও দিত না তাকে। শেষমেষ পুড়িয়ে মেরে দেওয়া হয় তাকে। ননিয়া পরিবারের সদস্যরা বলছে নাকি আত্মহত্যা করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ।
No comments:
Post a Comment