Breaking

Thursday, February 10, 2022

আসানসোল পৌর নিগমের ৪৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী উৎপল রায়(উদয়) জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আসানসোল পৌর নিগমের নির্বাচনের প্রচার একেবারে শেষ লগ্নে এসে পড়েছে। প্রত্যেক প্রার্থীরা তাদের অন্তিম সময়ের প্রচারের উপর জোর দিচ্ছেন। আসানসোল পৌর নিগমের ৪৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী উৎপল রায় (উদয়) এর সমর্থনে এর আগে প্রচারে এসেছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও সাংসদ শতাব্দী রায়। 

এবার আসানসোল পৌর নিগমের নির্বাচনের ৪৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী হয়েছেন উৎপল রায় (উদয়)। এর আগে তাঁর বাবা দয়াময় রায় কাউন্সিলর ছিলেন। 

এদিন ৪৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী উৎপল রায় (উদয়) জানান, আমার বাবা এর আগে এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি এলাকায় অনেক উন্নয়ন করেছেন। আমি মানুষের আশীর্বাদে জয়যুক্ত হলে একাকার মানুষের জন্য উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো। এই ওয়ার্ডের মানুষের আশীর্বাদ রয়েছে আমার উপর। আমি তাই জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী। 

No comments:

Post a Comment

Adbox