Breaking

Thursday, February 10, 2022

বার্নপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার করলেন মদন মিত্র

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আসানসোল পৌর নিগমের ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অশোক রুদ্রের সমর্থনে নির্বাচনী প্রচার করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।

বৃহস্পতিবার বার্নপুরের স্টেশন রোড ও এবি টাইপ এলাকায় তিনি এই নির্বাচনী প্রচার করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার অর্থাৎ ১০ ই ফ্রেবয়ারি আসানসোল পৌর নিগমের নির্বাচনের শেষ দিনের প্রচার। তাই শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা।

এদিন বার্নপুরের ও আসানসোল পুরনিগমের ৯৪ নম্বর ওয়ার্ডের কালাঝরিয়া গ্রামের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার সারলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। 

এদিন তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, আসানসোল পৌর নিগম নির্বাচনে তৃণমূল জয়লাভ করবে। তিনি আরো বলেন, আমরা শেষ লগ্নে পায়ে পায়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। তিনি জানান, ধুলো উড়িয়ে হেলিকপ্টার করে ফিল্মস্টার এনে প্রচার করা বন্ধ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে মোদী আর দুপুরে অমিত মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিয়েছেন। সারা রাজ্যেই খেলা হবে। বিরোধীরা প্রার্থী দিতে না পারলে আমরা কি করতে পারি। আমি কি আমার জামাইকে ওদের প্রার্থী করবো। 

No comments:

Post a Comment

Adbox