গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার বিভিন্ন এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই জাতীয় দিনটি উৎযাপিত করা হচ্ছে। এদিন উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের খাজুরী গ্রামের, ঘোলপাড়ায় প্রজাতন্ত্র দিবস পালিত হলো।
আর এদিনের এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ হাওড়ার বিশিষ্ট সমাজসেবী ডেভিড রাও। এদিন প্রথমে উত্তরীয় দিয়ে স্থানীয় বাসিন্দারা বিশিষ্ট সমাজসেবী ডেভিড রাওকে বরণ করে নেন। এরপর ডেভিড রাও জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সূচনা করেন। এরপর উপস্থিত বিশিষ্ট অতিথিরা একে একে শহীদ বেদীতে মাল্যদান করেন।
এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী ডেভিড রাও ওনার বক্তব্যে বলেন, আমাদের দেশের সন্তান ডঃ বি আর আম্বেদকর আমাদের দেশের সংবিধানের রচয়িতা। তিনি আমাদের দেশের সংবিধান রচনা করেছিলেন ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর। আর তার দু'মাস পর সেই সংবিধান গ্রহণ যোগ্যতা পায় ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি। আর তাই এই দিনটিকে আমার রাষ্ট্রীয় মর্যাদায় সাথে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। আমাদের প্রত্যেকের কর্তব্য আমাদের দেশের নতুন প্রজন্ম ও ছাত্র ছাত্রীদের মধ্যে প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব বোঝাতে হবে। যাতে তার এই দিনটির গুরুত্ব উপলব্ধি করতে পারে। ডঃ বি আর আম্বেদকর আমাদের সংবিধানের মাধ্যমে আমাদের দেশের নারীদের সম্মান ও অধিকারকে সুরক্ষিত করেছেন। পাশাপাশি তিনি প্রত্যেক শ্রেণীর মানুষের সুরক্ষাকে সুনিশ্চিত করেছেন। যে কোনো দেশের সংবিধান সেই দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। তাই আমাদের প্রত্যেককে দেশের নাগরিক হিসাবে আমদের দেশের সংবিধানকে ও জাতীয় পতাকাকে সম্মান জানাতে হবে। আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলা, সেই মতোই আমাদের নিজেদের তৈরি করতে হবে।
No comments:
Post a Comment