আর এদিনের এই অনুষ্ঠান থেকে পথ চলতি মাস্ক বিহীন সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেয় মা মাটি মানুষের সদস্যরা। পাশাপাশি মিষ্টি মুখ করানো হয় পথ চলতি সাধারণ মানুষ থেকে ছোট ছোট শিশুদের। আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মা মাটি মানুষের সাধারণ সম্পাদক জিয়ারুল রহমান মোল্লা। এদিন তিনি দেশের জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে সূচনা করেন এই অনুষ্ঠানের।
পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন "মা মাটি মানুষের" সহ সম্পাদক শেখ শাহানুর। মা মাটি মানুষের প্রাক্তন সম্পাদক শেখ আলতাব আলী। শেখ মনোজ সহ আরো অনেকে।
আর এই প্রসঙ্গে এদিন "মা মাটি মানুষের" সাধারণ সম্পাদক জিয়ারুল রহমান মোল্লা বলেন, আজকের দিনে দাঁড়িয়ে করোনার যে বার বাড়ন্ত। তা থেকে সাধারণ মানুষ ও এলাকার মানুষের মধ্যে কোভিড সচেতনতার অঙ্গ হিসাবে আজ এই মাস্ক বিতরণ করা হলো। পাশাপাশি তিনি আরও মানুষের পাশে আমরা সারা বছর থাকি আর তারই অঙ্গ হিসাবে এদিন মাস্ক বিতরণের মাধ্যমে পালিত করা হলো এদিনের এই অনুষ্ঠান।
No comments:
Post a Comment