প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে গতির দুর্গ কেপ টাউনে। প্রথম টেস্ট ম্যাচে জয় পায় ভারত। দ্বিতীয় টেস্টে জয় পায় দক্ষিণ আফ্রিকা। সিরিজ এখন ১-১ এ দাড়িয়ে রয়েছে। তাই তৃতীয় টেস্ট যে দল জিতবে সেই হবে সিরিজ জয়ী। আর ভারত যদি এই টেস্ট ম্যাচে জয় অর্জন করতে সক্ষম হয় তাহলে ভারত দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বারের জন্য টেস্ট সিরিজ জয় করবে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) কেপ টাউনে শুরু হয়েছে সিরিজ নির্ধারক টেস্ট ম্যাচ। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আর নিউল্যান্ডস মাঠে ফাস্ট বোলাররা বরাবরই রাজত্ব করে থাকে। বিরাট বাহিনীর কাছে তাই একটা বড়ো চ্যালেঞ্জ অপেক্ষা করছিল।
ভারতের প্রথম ইনিংসের সূচনা করেন কে এল রাহুল আর মায়াঙ্ক আগারওয়াল। ইনিংসের শুরুর দিকের ১১ ওভার ফাস্ট বোলিং সামলে খেলছিলেন দুই ওপেনার। কিন্তু তার পরেই ঘটে বিপত্তি। ব্যাক্তিগত ১২ রানের মাথায় আউট হয়ে যায় কে এল রাহুল। ঠিক তার পরের ওভারেই ভারত হারায় দ্বিতীয় ওপেনারকে। মায়াঙ্ক ১৫ রান করে সাজঘরে ফেরেন। এরপর ভারতীয় ইনিংসের হাল ধরেন চেতেশ্বর পুজারা ও ক্যাপ্টেন বিরাট কোহলি। এই দুই ব্যাটসম্যান মিলে ৬২ রানের একটি পার্টনারশিপ গড়ে তোলেন। পুজারা ও বিরাটকে এদিন ভালো ছন্দেই দেখা যাচ্ছিল। কিন্তু পুজারা তার এই ইনিংসকে বড়ো রানে পরিবর্তিত করতে পারলেন না। পুজারা ৪৩ রানের মাথায় আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান। এই ইনিংসে পুজারা ৭ টি বাউন্ডারি মারেন। এরপর অজিঙ্কা রাহানেও (৯ রান) দ্রুত ফিরে যান। ক্যাপ্টেন বিরাট কোহলি একদিক থেকে ভারতীয় ইনিংসকে ধরে থাকলেও দক্ষিণ আফ্রিকার বোলাররা অন্য প্রান্তে উইকেটের পতন ঘটাতে থাকলেন। ঋষভ পন্থ ২৭ রানে আউট হয়ে যায়। ঋষভ এর আউট হওয়ার পর ভারতীয় ইনিংস তাসের ঘরের মতো পড়ে যায়। একমাত্র ক্যাপ্টেন বিরাট কোহলি এদিন দুর্দান্ত ব্যাটিং করেন। বিরাট প্রথম ইনিংসে ৭৯ রান করেন। এই ইনিংসে বিরাট এর ব্যাট থেকে বেরোয় ১২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারি। কিন্তু এই ইনিংসে শতরান হাতছাড়া করলেন কিং কোহলি। ভারত তাদের প্রথম ইনিংস শেষ করে ২২৩ রানে (অলআউট)।
প্রথম ইনিংসে প্রথম দিনের কন্ডিশনের খুব সুন্দর ব্যাবহার করেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বেলারারা। কাগিসো রাবাডা, মার্কো জন্সেণ এই ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন। রাবাডা এই ইনিংসে নেন মূল্যবান ৪ টি উইকেট। মার্কো জন্সেণ নিয়েছেন ৩ টি উইকেট। দুয়ানে অলিভিয়ার, লুঙ্গি নাগীডি ও কেশব মহারাজ প্রত্যেকে নিয়েছেন ১ টি করে উইকেট।
দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংস শুরু করেন ম্যাচের প্রথম দিনেই। প্রথম দিনের খেলা শেষের আগে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা মাত্র ৮ ওভার ব্যাট করার সুযোগ পান। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ১৭ রান। দলের রান যখন ১০, তখন ক্যাপ্টেন ডিন এলগার ৩ রান করে আউট হয়ে যায়। জাসপ্রিত বুমরাহ ভারতকে প্রথম ব্রেক থ্রু পাইয়ে দেয়। এইডেন মার্করাম ৮ রানে ও কেশব মহারাজ ৬ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন।
ম্যাচের স্কোর কার্ড -
ভারত (প্রথম ইনিংস) - ২২৩/১০ (৭৭.৩ ওভার)
দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস) - ১৭/১* (৮ ওভার)
দক্ষিণ আফ্রিকা, ভারতের থেকে ২০৬ রানে পিছিয়ে রয়েছে।
No comments:
Post a Comment