রোহিত সেখ , লাভপুর , বীরভূম : দিন দিন বিরাট পরিমানে যে ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দীর্ঘ দিন ধরে লকডাউন এর পথে এগিয়েছে দেশ। মানব জীবনে করোনার প্রথম ঢেউ দ্বিতীয় ঢেউ আচড়ে পড়েছিল এবার মানব জীবনের করোনার আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে দিন দিন তাতে করোনার তৃতীয় ঢেউ হতে বেশি সময় লাগবে না।
করোনা সাথে সাথে হাত মিলিয়ে বাড়ছে অমিক্রণ। মানুষের মধ্যে সচেনতা একদম নেই বললেই চলে। যেখানে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার কিছুটা দূরে সেখানে অধিকাংশ মানুষের মধ্যেই মাক্স পড়ছেন না। সরকার মাক্স পড়ার জন্য প্রচার চালাচ্ছে তাতেও মানুষের অধিকাংশ মুখে মাক্স নেই। বর্তমান সময়ে পৌরসভা ও পঞ্চায়েত এ বাজার ওর দোকান খোলা কে নিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে।
মঙ্গলবার বীরভূমের লাভপুর ব্লক প্রশাসন , লাভপুর পঞ্চায়েত সমিতির ও লাভপুর থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে লাভপুর বাজার জুড়ে করোনার সচেতন মূলক বার্তা প্রচার করেন। সাথে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার বার্তাদেন। লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা কে ও দেখা যাই এই পথসভায়। বিধায়ক নিজে যে সমস্ত মানুষের মুখে মাক্স নেই তাদের মাক্স পরিয়ে দেন সাথে স্যানিটাইজার ও দেওয়া হয়। তাদেরকে মাক্স ব্যবহার করার জন্য বার্তা দেন। উপস্থিত ছিলেন লাভপুরে বিধায়ক তথা বীরভূম জেলার মেন্টাল তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহা, লাভপুরের বিডিও সন্তু দাস , লাভপুর থানার ওসি পার্থ সারথি মুখার্জি ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
অভিজিৎ সিনা বলেন, করোনাই আক্রান্ত সারা বিশ্ব সহ সারা দেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাক্স পড়ার জন্য নির্দেশ দিয়েছেন তাই আমরাও সেই কারণে মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে লাভপুর বিধানসভা কেন্দ্রের সকাল থেকে মাক্স বিতরণ কর্মসূচি চলছে। মাক্স মানুষদের হাতে মাক্স স্যানিটাইজার তুলে দিচ্ছি আরও গুরুত্ব দিতে হবে যে করোনা বাড়ছে।
No comments:
Post a Comment