রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : মঙ্গলবার আসানসোলের নিঘার একটি হোটেলে এই শিল্পাঞ্চলের বিভিন্ন বণিক সংস্থা ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলায় নতুন শিল্প স্থ্যাপন নিয়ে আলোচনা করেন রাজ্য সরকারের শিল্প- উন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিনহা। এই বৈঠকে এই এলাকায় শিল্প গড়ে তোলার সুবিধা-অসুবিধা নিয়ে নানা ধরনের মত-বিনিময় হয়। পরে রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের কার্যকরী সভাপতি রোহিত খৈতান জানান, আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। এই ধরনের আলোচনা আরও ঘন ঘন হলে ভালো হয়। শিল্পপতি শচীন রায় জানান, দীর্ঘদিন ধরে পড়ে থাকা অনেকগুলি সমস্যার এদিন ফয়সালা করা গেছে। রাজ্য শিল্প- উন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিনহা বলেন, কয়লার ওপরে নির্ভরতা কমাতে হবে। কয়লা ব্যবহার না করে যে ধরনের শিল্প গড়ে তোলা যায় সেদিকে যেতে হবে এখন সবাইকে।
পশ্চিম বর্ধমান জেলায় একটি বড়ো সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ। আর তাই জেলায় উদ্যোগ পতিদের পশ্চিম বর্ধমানে পরিবেশ বান্ধব শিল্প গড়ে তোলার আহ্বান জানালেন রাজ্য শিল্পোন্নয়ন নিগম - ডাবলু.বি.আই.ডি.সি. ও রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগম - ডাবলু.বি.আই.আই.ডি.সি চেয়ারম্যান রাজীব সিনহা।
এদিন আসানসোলের জামুড়িয়ার নিংঘায় ২ নং জাতীয় সড়ক লাগোয়া বেসরকারি হোটেলের কনফারেন্স হলে সিআইআইয়ের উদ্যোগে পশ্চিম বর্ধমান জেলায় শিল্প সম্ভবনাকে সামনে রেখে একটি মিটের আয়োজন করা হয়। জেলার শতাধিক শিল্প বা উদ্যোগপতি ও বিভিন্ন বনিকসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যেই এমন আহ্বান জানান রাজ্য শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান।
মিটে রাজীব সিনহাকে জেলায় শিল্প করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা জানান শিল্পপতি ও বিভিন্ন বনিকসভার প্রতিনিধিরা। রাজীব সিনহা, মিটে উপস্থিত থাকা জেলাশাসক এস অরুণ প্রসাদকে সমস্যার সমাধান করার নির্দেশ দেন। ইসিএল সংক্রান্ত বেশকিছু সমস্যাও এদিন সামনে চলে আসে। সিনহা তার সমাধানে ইসিএলের সিএমডি প্রেমসাগর মিশ্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। যার মধ্যে অন্যতম হলো ইসিএলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে হওয়া অনেক সামগ্রী লাগে। কিন্তু ইসিএল সেইসব কিছু বাইরে থেকে নিয়ে নেয়। এখানকার শিল্পপতিরা তা জানতেই পারেননা। ইসকো কারখানার ক্ষেত্রেও তাই। আজকের মিটে মিস্টার সিনহা ইসিএলের সিএমডিকে এই ব্যাপারে বলায়, তিনি আশ্বাস দিয়ে জানান, আগামী ২৫ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠান করে এর বিস্তারিত জানানো হবে।
No comments:
Post a Comment