রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : রাজ্যের চারটি পৌর নিগম এর পুর ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। ঘোষিত হয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী তালিকা। আর আসানসোল জুড়ে শুরু হয়েছে সমস্ত প্রার্থীদের প্রচার। তবে করোনা - র বাড়বাড়ন্ত হওয়ার ফলে ডোর টি ডোর প্রচার সারছেন প্রার্থীরা। আসানসোল পৌর নিগম এর অন্তর্গত ৮৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস মনোনীত প্রার্থী হলেন রাজেশ দত্ত (রাজু)। তিনি ইতিমধ্যেই তার প্রচার শুরু করে দিয়েছেন জোরকদমে। তিনি নিয়ম করে প্রায় প্রত্যেকদিন ৮৪ নম্বর ওয়ার্ডে ৫ জন সমর্থককে সাথে নিয়ে ডোর টু ডোর প্রচার চালাচ্ছেন।
তিনি জানান, এই পৌর নিগম নির্বাচনে মানুষের রায় তার সমর্থনেই হবে। তিনি জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী। তিন এদিন জানান, আমি কয়েকজন সমর্থককে নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছি। আমি এখানকারই ছেলে। এলাকার মানুষজন আমাকে চেনেন। আগের কাউন্সিলার ঠিক মতো কাজ করেনি। এখানে ড্রেনেজ ব্যবস্থার ও রাস্তার সংস্কার করা হয়নি। এরফলে এলাকার সাধারণ মানুষদের সমস্যায় পড়তে হয়। আমার ওয়ার্ড উপেক্ষিতই থেকে গেছে, মানুষের জন্য সেরকম কিছুই করা হয়নি। আমি জিতলে এলাকার উন্নতি করবো। এখনকার বহু রাস্তা ঘাটের অবস্থা খুব খারাপ, সেগুলির আগে সংস্কার করবো। এখনকার ড্রেনেজ ব্যবস্থার সংস্কার করবো। আমার ওয়ার্ডে অনগ্রসর শ্রেণীর পরিবারের সংখ্যা অনেক। সেই পরিবারের মেধাবী পড়ুয়াদের জন্য কিছু কাজ করবো। এই অঞ্চলের নারীদের উন্নতির জন্য কাজ করবো। আমি এলাকায় প্রায় ২০-২৫ বছর ধরে মানুষের পাশে রয়েছি। তাই আমি অনেকটাই আশা রাখছি জয়ের ব্যাপারে।
No comments:
Post a Comment