প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : চলতি মাসেই ভারতীয় ক্রিকেট দল শুরু করবে তাদের দক্ষিণ আফ্রিকার সফর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ানে ২৬ ডিসেম্বর মাঠে নামবে ভারত প্রথম টেস্ট ম্যাচ খেলতে। এই সফরে ভারত তিনটি টেস্ট ম্যাচ খেলবে। টেস্ট সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।
আর এই দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির সামনে রয়েছে অন্যন্য এক রেকর্ড গড়ার সুবর্ণ সুযোগ। এর আগে কখনও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতীয় দল। আর তাই এবার বিরাট কোহলি চাইবে তার অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বারের জন্য টেস্ট সিরিজ জিতুক। এছাড়াও এই টেস্ট সিরিজের প্রথম টেস্টে বিরাটের অধিনায়কত্বে ভারত যদি জয় লাভ করে তাহলে বিরাট কোহলি হবেন ভারতের টেস্ট দলের প্রথম অধিনায়ক যিনি "দু ' বার" - "দুটি বক্সিং ডে টেস্ট" জয় করেছেন। এর আগে ২০১৮ সালের ২৬ ডিসেম্বর, মেলবোর্নের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের অধিনায়কত্বে ভারত বক্সিং ডে টেস্টে জয় লাভ করে। সেই টেস্টে ভারত, অস্ট্রেলিয়াকে হারায় ১৩৭ রানে।
অন্যদিকে ক্রিকেট প্রেমী ভারতীয় ক্রিকেটের সমর্থকরা চাইবে বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি বক্সিং ডে টেস্ট জয়ী প্রথম ভারতীয় টেস্ট ক্যাপ্টেন এর নজির গরুক। পাশাপাশি ভারতীয় ক্রিকেট সমর্থকরা এটাও আশা করবে বিরাট কোহলির হাত ধরেই দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট সিরিজে জয়ে আসুক। এখন শুধু এটাই দেখার ক্যাপ্টেন বিরাট কোহলি ও কোচ রাহুল দ্রাবিড় এর যুগলবন্দীতে ভারতীয় ক্রিকেট দল এই কৃতিত্ব অর্জন করতে কতটা সফল হয়।
No comments:
Post a Comment