প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : সোমবার দুবাইয়ে U-19 Asia Cup এ মুখোমুখি হয় ভারত ও আফগানিস্তান। এই গুরুত্বপূর্ণ একটি ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেলো ভারতের অনূর্ধ্ব - ১৯ দল।
এই এক দিনের ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করে। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৫৯ রান তুলে দেয়। আফগানিস্তানের ব্যাটসম্যান ইজাজ আহমেদ আহমেদজাই ৬৮ বল খেলে করেন মূল্যবান অপরাজিত ৮৬ রান। ইজাজ তার এই ইনিংসে ১ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারি মারেন। আফগানিস্তানের অধিনায়ক সুলেমান সফি করেন ৭৩ রান করেন। ভারতীয় বোলার ভিকি ওৎসওয়াল এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন। তিনি ছাড়া অন্যান্য ভারতীয় বোলারদের উপর মারমুখী ভঙ্গিমায় ব্যাটিং করেন আফগানিস্তান ব্যাটসম্যানরা। কৌশল তাম্বে ২৫ রান দিয়ে নেন ১ টি উইকেট।
ভারত ২৬০ রান তাড়া করে ব্যাটিং করতে নামলে ভারতীয় ওপেনার হারনুর সিংহ ও অঙ্গকৃশ রঘুবংশী শুরুটা দুর্দান্ত করেন। এই দুই ওপেনার প্রথম উইকেটের পার্টনারশিপ হিসেবে ১০৪ রান সংগ্রহ করেন। ওপেনার হারনুর সিংহ ৭৪ বল খেলে করেন মূল্যবান ৬৫ রান। কিন্তু এই দুই ওপেনার আউট হয়ে যাওয়ার পর ভারত চাপের মুখে পড়ে। এরপর থেকেই একের পর এক উইকেটের পতন ঘটতে থাকে ভারতের।
ভারতের ৩৮ ওভারে স্কোর ছিল ৬ উইকেটে ১৯৮ রান। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১২ ওভারে ৬২ রান। এইরকম এক কঠিন পরিস্থিতি থেকে ভারতকে বের করে আনে রাজ বাওয়া ও কৌশল তাম্বে। রাজ বাওয়া করেন মূল্যবান অপরাজিত ৪৩ রান। কৌশল তাম্বে ৩৫ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন। এই দুই ব্যাটসম্যান ভারতকে কাঙ্ক্ষিত জয় এনে দেয়। ভারত ৪৮.২ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৬২ রান তুলে নেয়। ভারত ১০ বল বাকি থাকতেই এই ম্যাচটিকে ৪ উইকেটে জিতে নেয়। এই ম্যাচে জিতে ভারত এই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেলো। গ্রুপে ভারত দ্বিতীয় স্থান অধিকার করলো। শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশের সাথে সেমিফাইনালে মুখোমুখি হতে হবে ভারতীয় দলকে। আগামী বৃহস্পতিবার ভারতীয় দল সেমিফাইনাল ম্যাচটি খেলবে।
No comments:
Post a Comment