Breaking

Monday, December 27, 2021

Salman Khan Birthday : আজ বলিউডের "ভাইজান" সালমান খানের জন্মদিন

বিনোদন ডেস্ক, আমার কলম : আজ বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান খানের জন্মদিন। বলিউডে সালমান "ভাইজান" বলেও পরিচিত। ১৯৬৫ সালের, ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন 'আব্দুল রশিদ সলিম সালমান খান'। আজ সালমান খান ৫৬ বছরে পা দিলেন। 

বর্তমানে সালমান খান অভিনয়ের পাশাপাশি তিনি ফিল্ম প্রোডিউসার ও টেলিভিশন পার্সোনালিটি হিসাবেও কাজ করে চলেছেন। দীর্ঘ ৩০ বছরের ক্যারিয়ারে সালমান খান একাধিক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। ফিল্ম প্রোডিউসার হিসাবে সালমান দুটি 'ন্যাশনাল ফিল্ম আওয়ার্ড' -  এ সম্মানিত হয়েছেন। অভিনয়ের জন্য বলিউডের ভাইজান পেয়েছেন দুটি 'ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড'। ভারতীয় সিনেমা তথা হিন্দি কমার্শিয়াল সিনেমার অন্যতম সফল একজন অভিনেতা হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন সালমান খান। 

২০১৫ সালে সালমান আর একটি কীর্তি অর্জন করেন। এই বছরে সালমান ১০০ জন ' টপ - পেইড ' অভিনেতার তালিকায় নিজের জায়গা করে নেন। এই তালিকার ৭১ নম্বরে যৌথ ভাবে অমিতাভ বচ্চন এর সঙ্গে অবস্থান করেন তিনি। এছাড়াও তিনি রিয়ালিটি শো 'বিগ বস' - এ হোস্ট এর ভূমিকা পালন করে চলেছেন ২০১০ সাল থেকে। 

সালমান খান অভিনয় জীবন শুরু করেন ১৯৮৮ সালে 'বিবি হো তো এইসি' ছবির হাত ধরে। প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন ১৯৮৯ সালে 'মেইনে পেয়ার কিয়া' ছবিতে। এছাড়াও 'নাইন টিসের' সালমানের বেশ কিছু জনপ্রিয় ছবির নাম হলো - করন অর্জুন (১৯৯৫), হাম আপকে হে কন (১৯৯৪), হাম সাত সাত হে (১৯৯৯), বিবি নাম্বার ওয়ান (১৯৯৯), আন্দাজ আপনা আপনা (১৯৯৪)। 

সম্প্রতি ১০ বছরের তার বেশ কিছু জনপ্রিয় ছবি গুলির মধ্যে অন্যতম হলো - দাবাঙ্গ (২০১০), রেডি (২০১১), এক থা টাইগার (২০১২), কিক (২০১৪), সুলতান (২০১৬), টাইগার জিন্দা হে (২০১৭)। এই ছবি গুলো বলিউড দর্শকদের কাছে খুবই জনপ্রিয় হয়েছিল। এছাড়াও তিনি 'বিং হিউম্যান ফাউন্ডেশন' নামক সংস্থার সাথেও যুক্ত রয়েছেন। 

এই জন্মদিনের ঠিক আগের দিন রবিবার সালমান ছিলেন তার পানভেল ফার্ম হাউসে। আর সেখানেই ঘটে এক বিপত্তি। এই ফার্ম হাউসে থাকা কালীন এক সাপে কামরায় সালমানকে। তবে চিকিৎসার পর বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। সাপটি বিষধর ছিল না জানিয়েছেন চিকিৎসকরা। প্রত্যেক বছরই সালমান এই ফার্ম হাউসে নিজের জন্মদিন পালন করেন তার পরিবারের সাথে। তাই জন্মদিন উপলক্ষে সেজে উঠেছে ফার্ম হাউসটি। 

বর্তমানে সালমান খানের হাতে রয়েছে অনেক গুলি ছবির কাজ। 'টাইগার থ্রি' (Tiger 3) ছবির শুটিং অনেকটাই কমপ্লিট। তবে কিছু অংশের শুটিং বাকি রয়েছে। এই ছবিতে সালমানের সাথে দেখা যাবে কাটরিনা কাইফ - কে। বর্তমানে ভাইজান 'বিগ বস' এর সিজন ১৫ - র কাজ নিয়ে ব্যাস্ত রয়েছেন। এছাড়াও শাহরুখ খানের আগামী ছবি ' পাঠান ' ও আমির খানের আগামী ছবি ' লাল সিং চাড্ডা ' তে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সালমানকে। এছাড়াও ' কিক টু ' (Kick 2) ও ' কভি ঈদ কভি দিওয়ালি ' নামক ছবিও রয়েছে তার পরবর্তী ছবির তালিকায়। 

No comments:

Post a Comment

Adbox