Breaking

Monday, December 27, 2021

Today Horoscope in Bengali : জেনে নিন আজকের রাশিফল (Monday, 27 December, 2021)

আমার কলম : আজকের দিনে আপনার রাশিফলে কী রয়েছে জেনে নিন? 

১) মেষ রাশি - 
এই রাশির জাতক জাতিকাদের আজ উন্নতির যোগ রয়েছে। এই রাশির অধিপতিদের আজ অর্থের আগমনের যোগ রয়েছে। বেকারদের আজ চাকুরীর সুযোগ আসতে পারে। অর্থের লেনদেনের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। 

২) বৃষ রাশি - 
এই রাশির জাতক জাতিকাদের আজ সম্মান বৃদ্ধি ঘটবে। এই রাশির অধিপতিদের কর্ম ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে এবং ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রা ঘটতে পারে কর্মসূত্রে। আজ গুরুজনের সাথে মনোমালিন্য হতে পারে দিনটি আজ আপনাদের জন্য শুভ। 

৩) মিথুন রাশি - 
এই রাশির জাতক জাতিকাদের আজ পূজা পার্বণে মনোনিবেশ বাড়বে। আজ কোনো দুঃসংবাদ আসতে পারে। এই রাশির অধিপতিরা আজ সাবধানে পথ চলবেন। অপ্রত্যাশিত ভাবে অর্থের প্রাপ্তি ঘটতে পারে। 

৪) কর্কট রাশি - 
এই রাশির জাতক জাতিকাদের আজ দিনটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটবে। এই রাশির অধিপতিদের আজ আর্থিক উন্নতির যোগ রয়েছে এবং শ্রীবৃদ্ধি ঘটতে পারে। দিনটি আপনাদের জন্য মিশ্র প্রকৃতির কাটবে। বৈবাহিক জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে। 

৫) সিংহ রাশি - 
এই রাশির জাতক জাতিকাদের আজ ভ্রমণের সুযোগ আসতে পারে। আজ দিনটি আপনাদের জন্য মধ্যম।  ব্যাবসায়ীরা আজ একটু বুঝে বিনিয়োগ করুন। শরীরের কোথাও আঘাত ঘটতে পারে। 

৬) কন্যা রাশি - 
এই রাশির জাতক জাতিকারা আজ আগুন থেকে দূরে থাকবেন। এই রাশির অধিপতিরা আজ প্রেমে প্রতারিত হতে পারেন। আজকের দিনটি আপনাদের মিশ্র প্রকৃতির কাটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মধ্যম প্রকৃতির কাটবে। 

৭) তুলা রাশি - 
এই রাশির জাতক জাতিকাদের আজ দিনটি মঙ্গলময় কাটবে। এই রাশির অধিপতিদের মধ্যে যারা শিল্পী তাদের আয়ের বৃদ্ধি ঘটবে এবং সুনাম বৃদ্ধি পাবে। তবে মায়ের শরীরের প্রতি যত্নবান হোন। 

৮) বৃশ্চিক রাশি - 
এই রাশির জাতক জাতিকাদের মধ্যে আজ শুভ চিন্তার উদয় ঘটবে।  আপনাদের বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থের আগমন ঘটতে পারে। নিজেদের ভাই বোনের জন্য অর্থের ব্যয় ঘটতে পারে। 

৯) ধনু রাশি - 
এই রাশির জাতক জাতিকারা আজ মামলা নিয়ে চিন্তিত থাকতে পারে। আজ ব্যাবসায়ীদের জন্য দিনটি শুভ। অনেক দিনের বকেয়া টাকার প্রাপ্তি ঘটতে পারে। আজ অর্থের সঞ্চয় ঘটতে পারে। 

১০) মকর রাশি - 
এই রাশির জাতক জাতিকারা আজ প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবেন। আপনার পরিশ্রম এর ফলে আপনার কাজের জায়গায় সুনাম বাড়বে। জীবন সঙ্গীর সাথে মনোমালিন্য করবে না। 

১১) কুম্ভ রাশি - 
এই রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী তাদের বিদ্যা ক্ষেত্র শুভ। ভ্রমণের জন্য অর্থের ব্যয় ঘটতে পারে। একটি বুঝে অর্থের ব্যয় করতে হবে। দিনটি আজ আপনাদের জন্য শুভ। 


১২) মীন রাশি - 
এই রাশির জাতক জাতিকাদের মধ্যে আজ নতুন কিছু শেখার সুযোগ ঘটতে পারে। আজ এই রাশির অধিপতিদের মধ্যে যারা ব্যাবসার সাথে যুক্ত তাদের দিনটি শুভ। কোনো বন্ধুর কাছ থেকে প্রীতি ভোজের নিমন্ত্রণ পেতে পারেন। 

No comments:

Post a Comment

Adbox