Breaking

Sunday, December 26, 2021

IND vs SA 2021-22 : সেঞ্চুরিয়ানে সেঞ্চুরি করলেন কে এল রাহুল, অর্ধ - শতরান মায়াঙ্কের

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : ভারতীয় ক্রিকেট দল তাদের দক্ষিণ আফ্রিকা সফর শুরু করলো, রবিবার (26 December), সেঞ্চুরিয়ানে। এই প্রথম টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। সেঞ্চুরিয়ানের পিচ সবুজ ঘাসে ভর্তি থাকা সত্বেও বিরাট প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। আর বিরাটের এই সিদ্ধান্তকে প্রথম দিনেই সঠিক প্রমাণ করেছে ভারতীয় ব্যাটসম্যানরা। 

ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল ভারতের প্রথম ইনিংস শুরু করেন। এই দুই ওপেনার প্রথম দিনের প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার বোলারদের কোনো সুযোগই দেয়নি উইকেট নেওয়ার। সেঞ্চুরিয়ানের সবুজ ঘাসে ভরা পিচে রাহুল ও মায়াঙ্ক অসাধারণ ব্যাটিং করেন। এই দুই ওপেনার ব্যাটসম্যান প্রথম উইকেটের পার্টনারশিপ হিসেবে ১১৭ রান সংগ্রহ করেন। 

মায়াঙ্ক আগারওয়াল ৪৮.৭৮ স্ট্রাইক রেট নিয়ে ১২৩ টি বলে ৬০ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। মায়াঙ্কের তার এই ইনিংসে ৯ টি বাউন্ডারি মারেন। মায়াঙ্ককে এলবিডব্লিউ করেন লুঙ্গি নাগীডি। 

এরপর তিন নম্বরে ব্যাট করতে আসেন চেতেশ্বর পুজারা। কিন্তু পূজার তার খেলা প্রথম বলেই আউট হয়ে পাভিলিয়নে ফিরে যান। পুজারা, লুঙ্গি নাগীডির বলে ফরওয়ার্ড শর্ট লেগে দাড়ানো কিগান পিটারসেনের হাতে ক্যাচ দিয়ে দেন। এই নিয়ে চলতি বছরে পুজারা মোট তিনবার ০ রানে আউট হয়েছেন। খারাপ ফর্ম বিদেশের মাটিতেও অব্যাহত পুজারার। পুজারা এক বছরে ১৫ টি টেস্ট ম্যাচ খেলেছেন। যাতে তার রানের গড় মাত্র ২৭.১৫। এই ১৫ টি টেস্ট একটিও শতরানের মুখ দেখেননি পুজারা। এই ধারাবাহিক খারাপ ফর্ম পুজারারা টিমে থাকা নিয়ে বেশ সংশয় তৈরি করেছে। 

পূজারার আউটের পরে ক্রিজে কে এল রাহুলকে সঙ্গ দিতে আসেন ক্যাপ্টেন বিরাট কোহলি। কে এল রাহুল ও বিরাট কোহলি বেশ ভালো ছন্দেই ইনিংস এগিয়ে নিয়ে যান। বিরাটকে এই ইনিংসে ভালো ছন্দে দেখা গেলেও তার ব্যাট থেকে বড়ো রান দেখার জন্য অপেক্ষা করতে হবে এখনও। বিরাট এই ইনিংসে ৯৪ বল খেলে করেন ৩৫ রান। যার মধ্যে বিরাট মারেন চারটি বাউন্ডারি। বিরাটকেও নিজের শিকার করেন লুঙ্গি নাগীডি। 

একদিক থেকে উইকেটের পতন ঘটলেও নিজের দুর্দান্ত ইনিংস চালিয়ে যান কে এল রাহুল। কে এল রাহুল এই ইনিংসে ৪৯.১৯ স্ট্রাইক রেট নিয়ে ২৪৮ বলে করেন ১২২* রান। কে এল রাহুল এর এই ইনিংস ১৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে, দুর্দান্ত সেঞ্চুরি করলেন কে এল রাহুল। প্রথম দিনের খেলা শেষে কে এল রাহুল ক্রিজে অপরাজিত আছেন ১২২ রানে। 

অজিঙ্কা রাহানেও প্রথম ইনিংসে বেশ ভালো ছন্দে রয়েছেন। প্রথম দিনের খেলা শেষে অজিঙ্কা ৮১ বলে ৪০* রান করে অপরাজিত রয়েছেন। তার এই ইনিংসে অজিঙ্কা ৮ টি বাউন্ডারি মারেন। 
সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম দিনের খেলা শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৭২ রান। প্রথম দিনে ভারতীয় ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করেছেন। দক্ষিণ আফ্রিকার বোলার লুঙ্গি নাগীডি প্রথম দিনে ১৭ ওভার বল করে তুলে নেন মূল্যবান ৩ টি উইকেট। 

ম্যাচের স্কোর কার্ড -
ভারত (প্রথম ইনিংস) - ২৭২/৩* (৯০ ওভার) 

No comments:

Post a Comment

Adbox