প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া : গোটা বিশ্ব জুড়ে শনিবার নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে ২৫ শে ডিসেম্বর। এই দিনে পরমপিতা প্রভু যীশু পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। সেই দিনকে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে।
আর সেই বড়দিনের দিন গ্রামীণ হাওড়ার বাউড়িয়াতে নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে। আর তারই অঙ্গ হিসাবে এদিন গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার বৌউলখালীতে " নর্থ পয়েন্টে কমিউনিটি ইন্ডিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক সন্ধ্যাকালীন এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠান প্রভু যীশুর প্রার্থনার মধ্যে দিয়ে শুভ সূচনা করা হয়।
'নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া ' - র ' ন্যাশনাল ডিরেক্টর ' বিশিষ্ট সমাজসেবী "ডডি সুদর্শন মূর্তি"র (MR. DODDY SUDARSAN MURTY, National Director of North pointe community India) উদ্যোগে ও তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ওনার নিমন্ত্রণেই উপস্থিত হয়েছেন সমস্ত বিশিষ্ট অতিথি বর্গরা। আজ ওনার নিমন্ত্রণে বিশিষ্ট অতিথি বর্গদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আলাদা মাত্রা পায়।
আর এদিনের এই সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শৈবাল রায় ( জয়েন্ট সেক্রেটারি, সি এম এইচ )। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউড়িয়া থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক তথা বর্তমান আইসি কৌশিক নাগ। উপস্থিত ছিলেন বাউড়িয়া থানার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক সুমন্ত দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিশিষ্ট তৃণমূল নেতা তথা সমাজসেবী বেনু কুমার সেন। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌর সভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ড এর বিদায়ী কাউন্সিলর স্বপ্না সেন। উপস্থিত ছিলেন গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার বিশিষ্ট সমাজসেবী ডেভিড রাও। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জী। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌর সভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর রিতা ব্যানার্জী। উপস্থিত ছিলেন সমাজসেবী দিলীপ মন্ডন। উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার সমর ভট্টাচার্য সহ আরো অনান্য বিশিষ্ট ব্যক্তিত্বগণ।
'নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া'-র উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অথিতি বৃন্দকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন উদ্যোক্তারা। নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার অন্যতম সদস্য গ্রামীণ হাওড়ার বাউরিয়ার বিশিষ্ট সমাজসেবী ডেভিড রাও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন বেনু কুমার সেন, স্বপ্না সেন, রিতা ব্যানার্জী, সমর ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট অতিথি গণকে।
আর এদিনের এই অনুষ্ঠানে এসে শৈবাল রায় বলেন, এইরকম সুন্দর এক অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। অন্য দিকে এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে কৌশিক নাগ বলেন, দীর্ঘদিন পর বড়দিনের দিন আবার বাউড়িয়ার এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। পাশাপাশি তিনি আরও বলেন, সারা বছরের পাশাপাশি এই বছরের এই বিশেষ দিনে নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার আয়োজিত এই অনুষ্ঠান নজর কারে সকলের। পাশাপাশি তিনি সকলকে কোভিড বিধি মেনে নানা উৎসবে সামিল হওয়ার জন্য আহ্বান জানান।
আজকের এই অনুষ্ঠানে বাউড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন্ত দাস বলেন, এমন এক অনুষ্ঠানে থাকতে পেরে আমি আনন্দিত। পাশাপাশি তিনি আরও বলেন, এই সংস্থাটি বছরে নানা সময় সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করে চলে। যা সত্যিই একটি খুব ভালো দিক। পাশাপাশি তিনি আরো বলেন, বাউড়িয়া থানার সঙ্গে সামঞ্জস্য রেখে এই সংস্থা নানান সচেতনতা মূলক অনুষ্ঠানও করে থাকে বিভিন্ন সময়। এই বছরেও এইরকমই এক অনুষ্ঠান করা হবে।
পরে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে নৃত্য, গান সহ একাধিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় পড়ুয়ারা। এই অনুষ্ঠানে এক সংগীত সন্ধারও আয়োজন করা হয়।
আর এদিনের এই অনুষ্ঠানে বাউড়িয়া নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার প্রাঙ্গনে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এলকারা সাধারণ মানুষ আজকের এই বিশেষ দিনে এইরকম এক সাংস্কৃতিক সন্ধ্যা উপহার হিসাবে পেয়ে খুবই খুশি।
No comments:
Post a Comment