Breaking

Tuesday, December 28, 2021

IND vs SA 2021-22 : সেঞ্চুরিয়ান টেস্টের দ্বিতীয় দিনের খেলায় বাধ সাধলো বৃষ্টি

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সেঞ্চুরিয়ানে। প্রথম দিনের খেলা শেষে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ২৭২ রান। প্রথম দিনের খেলা শেষে ভারতীয় ওপেনার কে এল রাহুল ১২২* রানে আর অজিঙ্কা রাহানে ৪০* রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় দিনে কে এল রাহুল এর ব্যাট থেকে বড়ো রানের অপেক্ষায় ছিল ভারতীয় ক্রিকেটের সমর্থকরা। কিন্তু সেটা আর হলো কই। এই দ্বিতীয় দিনে খেললো শুধু বৃষ্টি।  সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কেই সারা দিন ড্রেসিং রুমেই কাটালেন ভারতীয় প্লেয়াররা। সেঞ্চুরিয়ান টেস্টের দ্বিতীয় দিনে অনবরত বৃষ্টির কারণে একটিও বল খেলা হয়নি। অবশেষে বাধ্য হয়েই আম্পায়াররা দ্বিতীয় দিনের খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। 

মঙ্গলবার ভারতীয় সময় দুপুর দেড়টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা। তৃতীয় দিনে ৯৮ ওভারের খেলা হওয়ার কথা রয়েছে। যদি সময় ও আলো সব ঠিক থাকে তাহলে এক ঘন্টা বেশি খেলা করানোর পরিকল্পনা রয়েছে আম্পায়ারদের। এদিন সোমবার সকাল থেকেই সেঞ্চুরিয়ানে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির তীব্রতা বাড়তে থাকে বিকালের দিকে। প্রায় চার ঘণ্টা প্রতীক্ষার পর খেলা বন্ধের সিদ্ধান্ত নেয় আম্পায়াররা। দ্বিতীয় দিনে সারা দিন বৃষ্টির ফলে মাঠ পুরোপুরি ভিজে থাকবে। তাই বৃষ্টি পড়া যদি বন্ধ না হয় তাহলে তৃতীয় দিনের খেলা নিয়েও তৈরি হবে সংশয়। বৃষ্টি থেমে গেলেও মাঠ খেলার উপযুক্ত করতে সময় লাগবে। 


No comments:

Post a Comment

Adbox