Breaking

Tuesday, December 28, 2021

Sourav Ganguly : বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদন, আমার কলম : করোনা আক্রান্ত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। গতকাল, সোমবার রাতে সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপর সৌরভকে সোমবার রাতেই উডসল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌরভের ভাইরাল লোড ১৯.৫। চিকিৎসকদের সূত্রে খবর, সৌরভের শরীরে এখন কোনো উপসর্গ দেখা দেয়নি। চিকিৎসকেরা জানান, চিন্তার কারণ নেই। তবে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলি ও কন্যা সানা গাঙ্গুলি করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। 

 সোমবার সকালে করোনার প্রাথমিক পরীক্ষা করা হয় সৌরভের। সেই প্রাথমিক পরীক্ষায় সৌরভের রিপোর্ট পজিটিভ আসে। তারপর আবার সৌরভের করোনার দ্বিতীয় পরীক্ষা করা হয়। সেই দ্বিতীয় পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে সৌরভের। হাসপাতাল সূত্রে তেমনি জানানো হয়েছে। 

দ্বিতীয় রিপোর্ট পজিটিভ আসায় গতকাল রাতেই সৌরভকে হাসপাতালে ভর্তি করা হয়। সৌরভ রাত থেকেই ওই হাসপাতালের নিভৃতবাসে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন। তবে এটি এখনো ঠিক হয়নি যে সৌরভের চিকিৎসা হাসপাতালে না তার বাড়িতে হবে। তবে সূত্রের খবর, বাড়িতেই নিজের চিকিৎসা করাতে চান সৌরভ। 

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার সকালে কয়েকটি বিজ্ঞাপনী পণ্যের শুটিংয়ে ব্যস্ত ছিলেন সৌরভ। তারপর তিনি অসুস্থ বোধ করলে টিভি শোয়ের শুটিং বাতিল করেন। 

এর আগে চলতি বছরের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ। বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তারপর তার এনজিওপ্লাস্টি করে স্টেন্ট বসান চিকিৎসকরা। এর কিছুদিন পর ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন সৌরভ। 

সুস্থ হওয়ার পর কাজে ফেরেন সৌরভ। কাজের সুত্রে চলতি বছরে বহু জায়গায় ভ্রমণ করেছেন সৌরভ। আইপিএল এর জন্য দুবাইতেও গিয়েছিলেন সৌরভ। তাই কোথা থেকে তিনি সংক্রামিত হয়ে হয়েছেন তা বলা কঠিন। 

চলতি বছরেই সৌরভের দাদা স্নেহাশীষ গঙ্গুলি করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই সময় স্নেহাশীষ কেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আবার সৌরভের মা নিরূপা গাঙ্গুলিও চলতি বছরের সেপ্টেম্বর মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন। উনিও সেই সময় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। 

বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ জোরকদমে তার কাজে যোগদান করেন। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ দেখতেও সৌরভ উপস্থিত ছিলেন ইংল্যান্ডে। আইপিএল-এর প্রথম পর্ব যখন ভারতে অনুষ্ঠিত হয়েছিল তখন সৌরভ ভারতের একাধিক শহরে ভ্রমণ করেন। 

No comments:

Post a Comment

Adbox