প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া : ২৫ শে ডিসেম্বর, শনিবার, বড়দিনের দিন গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার বোউলখালিতে 'নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া'র উদ্যোগে এক সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান এর সূচনা করা হয়েছে। আর এই সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজ মঙ্গলবার (28 December, 2021) বাউড়িয়ার 'নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া'র প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক আলোচনা সভার। সমগ্র রাজ্যের পাশাপাশি দেশ জুড়ে বেড়ে চলেছে সাইবার ক্রাইম। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখেই নারী পাচার ও শিশু পাচারের মতো বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের এই সচেতনতামূলক আলোচনা সভায়।
আর আজকের এই সামাজিক সচেতনতামূলক আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "শ্রী বিদিত মন্ডল" (Mr. Bidit Mondal .. DSP, West Bengal Police Directorate, Nabanna)। পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "শ্রী বিভাস চ্যাটার্জী" (Mr. Bivas Chaterjee .. Cyber Specialist & State Special Public Prosecutor on Cyber Crime Cases)।
'নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া' -র 'ন্যাশনাল ডিরেক্টর' বিশিষ্ট সমাজসেবী "ডডি সুদর্শন মূর্তি"র (MR. DODDY SUDARSAN MURTY, National Director of North Pointe Community India) উদ্যোগে ও তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
আর এদিন এই অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার ন্যাশনাল ডাইরেক্ট ডোড্ডি সুদর্শন মূর্তি - জ্ঞান, প্রজ্ঞা, সততা, আত্মা প্রত্যয়, কঠোর পরিশ্রমের উপরে আলোচনা করেন। পরে তিনি বলেন আমরা যদি এই পাঁচটি কাজ যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা আগামী দিনে আরও ভালো ভাবে এগিয়ে চলতে পারবো।
এদিন অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথিরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা দেয়। আর এই সম্পর্কের এদিন বিদিত মন্ডল বলেন, সাইবার অপরাধ থেকে বাঁচতে সব সময় দুবার করে ভেরিফিকেশন করুন। পাশাপাশি তিনি আরো বলেন সোশ্যাল মিডিয়ায় ঝট করে বিদেশি কোন বন্ধুর সাথে বন্ধুত্ব গড়ে তোলা থেকে বিরত থাকুন। পাশাপাশি ঝট করে নিজের তথ্য অপরের সাথে শেয়ার না করাই শ্রেয়। তাই সাইবার অপরাধ থেকে বাঁচতে নিজেকেও সতর্ক থাকা উচিত।
পাশাপাশি অনুষ্ঠান মঞ্চ থেকে সাইবার বিশেষজ্ঞ বিভাস চ্যাটার্জী বলেন, দেশ তথা বিশ্ব জুড়ে আজ বার বাড়ন্ত হয়েছে সাইবার অপরাধ। তাই সাইবার ক্রাইম অপরাধ থেকে ভয় না পেয়ে এমন ঘটনা ঘটলে সাথে সাথে অভিযোগ দায়েক করুন।
আর এবিষয়ে তিনি বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়ার উদাহরণ তুলে ধরেন। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে সচেতন করার জন্য বলেন, কোন ধরনের ওটিপি, কারোর সঙ্গে শেয়ার করবেন না। কোন অপরিচিত, ব্যাক্তির দ্বারা পাঠানো কোন লিঙ্ক খুলবেন না। কোন লটারি বা টাকা পয়সার ফাঁদে পা দেবেন না। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং স্থানীয় থানায় অভিযোগ দায়েক করুন।
এছাড়াও এদিনের এই সচেতনতামূলক আলোচনা সভার পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন। এই রকম এক আলোচনা সভা নিজেদের এলাকায় হওয়ায় খুবই খুশি এলাকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বিশিষ্ট অতিথিদের কাছ থেকে সাইবার ক্রাইম বিষয়ে নানান তথ্য জানতে পেরে তারা খুবই উপকৃত ও সমৃদ্ধ।
No comments:
Post a Comment