প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম দিনের খেলা শেষে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ২৭২ রান। ভারতীয় ওপেনার কে এল রাহুল ১২২ রানে ও অজিঙ্কা রাহানে ৪০ রানে ক্রিজে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিনে প্রায় সারা দিনই বৃষ্টি হয় সেঞ্চুরিয়ানে। ফলে দ্বিতীয় দিনে একটিও বল খেলা যায়নি। চার ঘণ্টার প্রতীক্ষার পর অবশেষে আম্পায়াররা দ্বিতীয় দিনের খেলা বন্ধ করে দেন।
মঙ্গলবার, ভারত তৃতীয় দিনে ব্যাট করতে নামে। কিন্তু তৃতীয় দিনে ভারতের অবশিষ্ট ৭ টি উইকেটের পতন ঘটে মাত্র খুব তাড়াতাড়ি। আজ ভারত মাত্র ৫৫ রানই সংগ্রহ করতে পারে।
ওপেনার কে এল রাহুল ১২৩ রান করে সাজঘরে ফিরে যান। রাহুল তার এই শতরানের ইনিংসে ১৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারি মারেন। অজিঙ্কা রাহানে এদিন মাত্র ৮ রানই যোগ করতে পারেন। রাহানে ৪৮ রানে আউট হয়ে যান। রাহানে তার এই ইনিংসে ৯ টি চার মারেন। এরপর অবশিষ্ট ভারতীয় ব্যাটসম্যানরা কেউই ক্রিজে টিকতে পারেনি। ভারত তাদের প্রথম ইনিংস শেষ করে ৩২৭ রানে (অলআউট)।
দক্ষিণ আফ্রিকার বোলার লুঙ্গি নগীডি প্রথম দিনে নিয়েছিলেন ৩ টি উইকেট। আর তৃতীয় দিনেও লুঙ্গি নগীডি নিয়েছেন ৩ টি উইকেট। প্রথম ইনিংসে তিনি মোট ৭১ রান দিয়ে নিয়েছেন ৬ টি উইকেট। কাগিসো রাবাডাও তৃতীয় দিনে ৩ টি উইকেট নেন। মার্কো জনসেন নেন ১ টি উইকেট।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৩২৭ রানের লক্ষযমাত্রা নিয়ে ব্যাট করতে নামে। কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটিং, বিপর্যয়ের মুখে পড়ে। ভারতীয় বোলার মোহাম্মদ সামির আগুন ঝরানো বোলিংয়ের কাছে একেবারে ধরাশায়ী হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। টেম্বা বাভূমা - র ৫২ রান, কুইন্টন ডি কক এর ৩৪ রান ও কাগিসো রাবাডার ২৫ রান ছাড়া আর কোনো ব্যাটসম্যানই ক্রিজে টিকতে পারেনি।
দক্ষিণ আফ্রিকার মাটিতে সবুজ ঘাসে ভরা পিচে অসাধারণ বোলিং করেছেন ভারতীয় পেসাররা। বিশেষ করে মোহাম্মদ সামি। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের সামির বোলিংয়ের কাছে অসহায় মনে হচ্ছিল। দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে মাত্র ১৯৭ রান করে অল আউট হয়ে যায়।
মোহাম্মদ সামি ১৬ ওভার বল করে মাত্র ৪৪ রান দিয়ে তুলে নেন মূল্যবান ৫ টি উইকেট। মোহাম্মদ সামি তার টেস্ট ক্যারিয়ারে ৫৫ টি টেস্ট ম্যাচ খেলে ২০০ টি টেস্ট উইকেটের মালিক হলেন। কম ম্যাচ খেলে এই ২০০ টি উইকেট নেওয়ার তালিকায় সামি তৃতীয় স্থানের অধিকারী। কপিল দেব ৫০ টি টেস্ট, জাভাগাল শ্রীনাথ ৫৪ টি টেস্টে নিয়েছিলেন ২০০ টি উইকেট। সামি নিয়েছেন ৫৫ টি টেস্টে। মোহাম্মদ সামি হলেন ১১ তম ভারতীয় বোলার যিনি ২০০ টি উইকেট নিয়েছেন। মোহাম্মদ সামি ভারতীয় পেসারদের মধ্যে পঞ্চম, যিনি টেস্ট ক্রিকেটে ২০০ টি উইকেট নিয়েছেন। কপিল দেব, জাভাগাল শ্রীনাথ, জাহির খান ও ইশান্ত শর্মা এর আগে এটি করে দেখিয়েছেন। এছাড়াও এই ম্যাচের প্রথম ইনিংসে জসপ্রীত বুমরাহ ২ টি, শার্দুল ঠাকুর ২ টি ও মোহাম্মদ সিরাজ ১ টি করে উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ভারতের থেকে ১৩০ রানে পিছিয়ে থাকে।
এরপর ভারত তৃতীয় দিনের খেলা শেষের আগে তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। এই দিনে ভারত মাত্র ৬ ওভার ব্যাট করে ১ টি উইকেট হারিয়ে করে ১৬ রান। এদিন মার্কো জনসেনের বলে ৪ রানে আউট হয়ে যায় মায়াঙ্ক আগরওয়াল। তৃতীয় দিনের খেলা শেষে ওপেনার কে এল রাহুল ৫ রানে ও নাইট ওয়াচম্যান হিসাবে ব্যাট করতে আসা শার্দুল ঠাকুর ৪ রানে ক্রিজে অপরাজিত আছেন। ভারত সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার থেকে ১৪৬ রানে এগিয়ে রয়েছে।
ম্যাচের স্কোর কার্ড -
ভারত (প্রথম ইনিংস) - ৩২৭/১০ (১০৫.৩ ওভার)
দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস) - ১৯৭/১০ ৬২.৩ ওভার)
ভারত (দ্বিতীয় ইনিংস) - ১৬/১* (৬ ওভার)
ভারত, দক্ষিণ আফ্রিকার থেকে মোট ১৪৬ রানে এগিয়ে রয়েছে।
No comments:
Post a Comment