প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : সেঞ্চুরিয়ান টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোর ছিল ১ উইকেটে ১৬ রান। তৃতীয় দিনের খেলা শেষে ভারতীয় ওপেনার কে এল রাহুল ৫ রানে ও নাইট ওয়াচম্যান হিসাবে ব্যাট করতে আসা শার্দুল ঠাকুর ৪ রানে ক্রিজে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিনের ভারত মাঠে নামে একটা বড়ো রানের লিড নেবে এই লক্ষ্যে। কিন্তু ভারতের দ্বিতীয় ইনিংস এদিন ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়। এদিন দলের রান যখন ৩৪, তখন নাইট ওয়াচম্যান শার্দুল ঠাকুর কাগিসো রাবাডার বলে ক্যাচ আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান। শার্দুল ঠাকুর এই ইনিংসে ১০ রান করে। ওপেনার কে এল রাহুল ২৩ রান করে সাজঘরে ফেরেন। রাহুলকে আউট করেন লুঙ্গি নাগীডি।
চেতেশ্বর পুজারার রানের খরা এই ম্যাচের দ্বিতীয় ইনিংসেও অব্যাহত। পুজারা দ্বিতীয় ইনিংসে ৬৪ বলে করেন ১৬ রান। পুজারা দ্বিতীয় ইনিংসে শিকার হন লুঙ্গি নাগীডি' র। ক্যাপ্টেন বিরাট কোহলি দ্বিতীয় ইনিংসে ১৮ রান করেই আউট হয়ে যায়। মার্কো জানসেন বিরাটকে আউট করেন। অজিঙ্কা রাহানে ২০ রান করে শিকার হন মার্কো জানসেনের। ভারতীয় উইকেট - কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ দ্বিতীয় ইনিংসে ৩৪ রানের একটি ইনিংস খেলেন। ঋষভ, কাগিসো রবাডার শিকার হন দ্বিতীয় ইনিংসে। রবীচন্দ্রন অশ্বিন ১৪ রান, মোহাম্মদ সামির ১ রান ও জসপ্রীত বুমরাহ ৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কারণে ভারত ১৭৪ রানই স্কোর বোর্ডে সংগ্রহ করে (অলআউট)। প্রথম ইনিংসের ১৩০ রানের লিড নিয়ে ভারত জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে মোট ৩০৫ রানের লক্ষমাত্রা রাখে।
দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার বোলাররা দুর্দান্ত বোলিং করে ভারতকে কম রানে আটকে দেয়। কাগিসো রাবাডা ৪ টি, মার্কো জানসেন ৪ টি ও লুঙ্গি নগীডি ২ টি উইকেট নেয়।
দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামে জয়ের জন্য ৩০৫ রানের লক্ষ্যমাত্রা অর্জন করতে। কিন্তু শুরুতেই দক্ষিণ আফ্রিকার ইনিংসে ধস নামায় মোহাম্মদ সামি। এইডেন মার্করাম (১ রান) কে নিজের শিকার বানান সামি। এরপর কিগান পিটারসেনকে ১৭ রানে সাজঘরে পাঠান মোহাম্মদ সিরাজ। রাশি ভ্যান ডের ডুশেনও মাত্র ১১ রানে আউট হয়ে যায়। জসপ্রীত বুমরাহ ডুশেনকে প্যাভিলিয়নে পাঠান। এরপর জসপ্রীত বুমরাহ- র দ্বিতীয় শিকার হন কেশব মহারাজ (৮ রান)। চতুর্থ দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে স্কোর ৪ উইকেটে ৯৪ রান। দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন ডিন এলগার ৫২* রানের ইনিংস খেলে ক্রিজে অপরাজিত রয়েছেন। এই ইনিংসে ডিন এলগার এখনও পর্যন্ত ৭ টি চার মেরেছেন।
ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দ্বিতীয় ইনিংসেও বজায় রয়েছে। জসপ্রীত বুমরাহ ২ টি, মোহাম্মদ সামি ও মোহাম্মদ সিরাজ প্রত্যেকে ১ টি করে উইকেট নিয়েছেন।
সেঞ্চুরিয়ান টেস্টের আর অবশিষ্ট পঞ্চম তথা শেষ দিনের খেলা। ভারতের এই টেস্ট জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ৬ টি উইকেট। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার এই ম্যাচটি জিততে হলে করতে হবে ২১১ রান। তাই শেষ দিনে জমজমাট একটি খেলা অপেক্ষা করছে ক্রিকেট প্রেমীদের জন্য। বৃষ্টি যদি শেষ দিনের খেলায় বিঘ্ন না ঘটায় তাহলে পঞ্চম দিনে একটি নেইল বাইটিং খেলা দেখা যেতে পারে।
ম্যাচের স্কোর কার্ড -
ভারত (প্রথম ইনিংস) - ৩২৭/১০ (১০৫.৩ ওভার)
দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস) - ১৯৭/১০ (৬২.৩ ওভার)
ভারত (দ্বিতীয় ইনিংস) - ১৭৪/১০ (৫০.৩ ওভার)
দক্ষিণ আফ্রিকা (দ্বিতীয় ইনিংস) - ৯৪/৪* (৪০.৫ ওভার)
দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ২১১ রান।
ভারতের জয়ের জন্য প্রয়োজন ৬ টি উইকেট।
No comments:
Post a Comment