Breaking

Sunday, December 5, 2021

IND vs NZ : দ্বিতীয় টেস্ট জিততে ভারতের প্রয়োজন আর ৫ উইকেট

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম :-- দ্বিতীয় দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোর ছিল কোনো উইকেট না হারিয়ে ৬৯ রান। আজ ভারত তাদের দ্বিতীয় ইনিংসের ডিক্লেয়ার করে দেয় ২৭৬ রানে। দ্বিতীয় ইনিংসে ভারত হারায় ৭ টি উইকেট। প্রথম উইকেটের পার্টনারশিপ হিসেবে মায়াঙ্ক আগারওয়াল ও চেতেশ্বর পুজারা মিলে ১০৭ রান যোগ করেন। মায়াঙ্ক প্রথম ইনিংসে ১৫০ রানের একটি ইনিংস খেলেন। আর দ্বিতীয় ইনিংসেও মায়াঙ্ক তার দুর্দান্ত ব্যাটিং এর প্রদর্শনী করেছ করেছেন। দ্বিতীয় ইনিংসে মায়াঙ্ক ৬২ রান করেন। পুজারা ৪৭ রানের ইনিংস খেলেন। শুভমান গিল ৪৭ রান, ক্যাপ্টেন বিরাট কোহলি ৩৬ রান ও আকসার প্যাটেল ৪১ রান করেন। ভারত এই টেস্ট ম্যাচ জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে ৫৪০ রানের লক্ষ্যমাত্রা রাখে। দ্বিতীয় ইনিংসে আজাজ প্যাটেল নেয় ৪ টি উইকেট। রচিন রবীন্দ্র নেয় ৩ টি উইকেট। আজাজ প্যাটেল এই টেস্ট ম্যাচে দুটি ইনিংসে মোট ১৪ টি উইকেট নিলেন।  

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে শুরুতেই ক্যাপ্টেন টম লাথাম (৬ রান) এর উইকেট হারায়। উইল ইয়াং ২০ রান করে আউট হয়ে যায়। ডারিয়াল মিচেল দ্বিতীয় ইনিংসে ৬০ রানের ইনিংস খেলে আউট হয়ে যায়। রস টেলর (৬ রান) এই  ম্যাচের দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়। টম ব্ল্যানডেল (০ রান) দ্বিতীয় ইনিংসে রান আউট হয়ে যায়। তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৪০ রান। এই টেস্ট ম্যাচ জিততে হলে নিউজিল্যান্ডের এখনও ৪০০ রানের প্রয়োজন। হাতে রয়েছে ৫ টি উইকেট। হেনরি নিকোলস ৩৬ রানে ও রচিন রবীন্দ্র ২ রানে ক্রিজে অপরাজিত আছেন। 
ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ৩ টি উইকেট নিয়েছেন। আকসার প্যাটেল নিয়েছেন ১ টি উইকেট। ভারতকে এই টেস্ট ম্যাচ জিততে হলে প্রয়োজন আর মাত্র ৫ টি উইকেট। হাতে রয়েছে পুরো দুটি দিন। চতুর্থ দিনেই হয়তো ভারতীয় স্পিনাররা এই ম্যাচ জিতে নেবে। তার কারণ চতুর্থ দিনে ভারতীয় স্পিনাররা আরো মারাত্বক বোলিং করেন। ভারতের জয় তাই এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। 

ম্যাচের স্কোর কার্ড --
--------------------------
ভারত (প্রথম ইনিংস) - ৩২৫/১০ (১০৯.৫ ওভার) 
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস) - ৬২/১০ (২৮.১ ওভার) 
ভারত (দ্বিতীয় ইনিংস) - ২৭৬/৭ (ডিক্লেয়ার) (৭০ ওভার) 
নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস) - ১৪০/৫* (৪৫ ওভার) 

ভারতকে এই টেস্ট ম্যাচ জিততে হলে প্রয়োজন আর ৫ টি উইকেট। 

No comments:

Post a Comment

Adbox