নিজস্ব প্রতিবেদন: আপনি কি এটিএম ব্যাবহার করেন। তাহলে এটিএম থেকে টাকা তুলতে গেলে এবার আপনার খরচ হতে পারে কিছু অতিরিক্তি টাকা। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে ভারতীয় ব্যাংক গুলিকে তেমনি অনুমতি দেওয়া হয়েছে। জানা গেছে চলতি বছরের ১ লা জানুয়ারি থেকে কার্যকরী হতে চলেছে এই নতুন নিয়ম। কিন্তু কি সেই নিয়ম।
জানা গেছে মাসে নিধারিত সময়ের চেয়ে বেশি বার এটিএম থেকে টাকা তুললে আপনাকে আগামী বছরের শুরু থেকেই গুনতে হবে অতিরিক্ত মূল্য। এমনি অনুমোদন দেশের ব্যাংক গুলিকে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। আগামী বছরের ১ লা জানুয়ারি থেকে মাসে নিধারিত সময়ে বেশি বার এটিএম থেকে টাকা তুললে আপনাকে দিতে হবে জরিমানা। এতদিন আপনাকে মাসে পাঁচ বারের বেশি এটিএমে ট্রানজ্যাকসন করতে হলে গুনতে হতো জরিমানা বাবদ ২০ টাকা। সেই টাকার পরিমাণ আগামী বছর থেকে বাড়তে চলেছে কিছুটা। আগামী বছরের ১ লা জানুয়ারি থেকে মাসে নিধারিত সময়ে, পাঁচ বারের থেকে বেশিবার এটিএম থেকে টাকা তুললে আপনাকে গুনতে হবে ২০ টাকার পরিবর্তে ২১ টাকা। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এমনি অনুমোদন দেওয়া হয়েছে ব্যাংক গুলিকে।
প্রসঙ্গত বর্তমানে যেকোনো ব্যাঙ্কের এটিএম গ্রাহকরাই মাসে পাঁচটি করে ফ্রি ট্রানজ্যাকসন পান। আর চলতি আগামী বছরের ১ লা জানুয়ারি থেকে সেই ট্রানজ্যাকসনের সীমা লঙ্ঘন করলেই আপনাকে ২০ টাকার পরিবর্তে গুনতে হবে ২১ টাকা জরিমানা।


No comments:
Post a Comment