প্রদীপ কুমার সাঁতরা : ভারত - নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচটি শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হয়। বিশ্রাম কাটিয়ে দলের অধিনায়কত্বের দায়িত্বে ভিরলেন বিরাট কোহলি। টসে জিতে ভারতীয় অধিনায়ক প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও শুভমান গিল মিলে ইনিংসের শুরুটা ভালোই করেন। তারা প্রথম উইকেটের পার্টনারশিপ হিসেবে ৮০ রান সংগ্রহ করেন। এরপর শুভমান গিল ব্যাক্তিগত ৪৪ রানের মাথায় আউট হয়ে যান। এরপর চেতেশ্বর পুজারা ও ক্যাপ্টেন বিরাট কোহলি দুজনেই ০ রান করে আউট হয়ে গেলে ভারত চাপের মুখে পড়ে। দলের স্কোর যখন ৮০ রান তখনই ভারত পরপর তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারায়। এই ম্যাচেও এই দুই ব্যাটসম্যান বড়ো ইনিংস খেলতে ব্যর্থ হলেন। এরপর প্রথম টেস্টের নায়ক শ্রেয়াস আইয়ার ব্যাট করতে আসেন। কিন্তু এই দিন শ্রেয়াস মাত্র ১৮ রান করে সাজঘরে ফেরেন। একদিকে উইকেটের পতন ঘটলেও মায়াঙ্ক আগারওয়াল নিজের দুর্দান্ত ইনিংস চালিয়ে যান। দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে মায়াঙ্ক এই দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের প্রথম দিনেই নিজের শতরান পূর্ণ করলেন। প্রথম দিনের খেলা শেষে মায়াঙ্ক ১২০ রানে ক্রিজে অপরাজিত আছেন। মায়াঙ্ক এখনও পর্যন্ত তার এই ইনিংসে ১৪ টি চার ও ৪ টি ছক্কা হাঁকিয়েছেন। তার সঙ্গে ২৫ রান করে ক্রিজে অপরাজিত আছেন ঋদ্ধিমান সাহা। ভারত প্রথম দিনের খেলা শেষে ৭০ ওভার ব্যাট করে ৪ উইকেটের সংগ্রহ করেছে ২২১ রান।
নিউজিল্যান্ডের বোলাররা প্রথম দিনে ভালোই করেছে। বিশেষ করে স্পিনার আজাজ প্যাটেল দুর্দান্ত স্পিন বোলিং করেছেন এদিন। আজাজ প্যাটেল প্রথম দিনে নেন মূল্যবান ৪ টি উইকেট। তিনিই আজকের দিনের একমাত্র সফল বোলার। এদিন খারাপ আলোর কারণে ৭০ ওভারের খেলা হয়েছে।
ম্যাচের স্কোর কার্ড --
------------------------------
ভারত (প্রথম ইনিংস) - ২২১/৪* (৭০ ওভার)


No comments:
Post a Comment