Breaking

Wednesday, December 15, 2021

Durga Puja : বাংলার দুর্গোৎসবকে হেরিটেজ তকমা দিলো UNESCO

নিজস্ব প্রতিবেদন, আমার কলম : বাঙালির সব থেকে বড় উৎসব হলো দুর্গোৎসব। আর সেই দুর্গা পূজাই এবার স্বীকৃতি পেল বিশ্বের দরবারে। বাংলা তথা কলকাতার দুর্গাপূজাকে এবার স্বীকৃতি দিলো ইউনেস্কো। এই দুর্গা পূজার সময় রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসে কলকাতায়। দুর্গাপূজাকে কেন্দ্র করে বনেদি আনার পাশাপাশি চলে থিমের লড়াইও।
আর কলকাতার সেই দুর্গা পূজাই এবার হেরিটেজের স্বীকৃতি পেলো ইউনেস্কোর থেকে। স্বাভাবিক ভাবেই দুর্গাপূজাকে নিয়ে মানুষের যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তার মাঝেই এবার যুক্ত হলো এক নতুন পালক। বুধবার ইউনেস্কোর যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানেই সেই স্বীকৃতির কথা জানায় ইউনেস্কো। 

No comments:

Post a Comment

Adbox