রামকৃষ্ণ চ্যাটার্জী, সালানপুর : প্রাচীন কল্যানেশ্বরী মন্দিরের সংস্কারের প্রয়োজন। আর সেই কারণেই কল্যানেশ্বরী মন্দিরের সেবায়েত কমিটির পক্ষ থেকে আড্ডার চেয়ার ম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করা হয়ে ছিলো। আর সেই অনুরোধের ফলে সরকারি আধিকারিকরা আজ কল্যাণেশ্বরী মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করে গেলেন। যেভাবে উন্নয়ন করা সম্ভব সেই উন্নয়ন তারা করবেন বলে জানিয়েছেন। এদিন আসানসোল পৌরনিগমের কমিশনার তথা এডিডিএ-এর সি.ও নিতীন সিংঘানিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল কল্যাণেশ্বরী মন্দির পরিদর্শন করেন। মন্দিরের কোন কোন জায়গায় জল পড়ছে,এছাড়া আরও বেশকিছু নির্মাণের সংস্কারের প্রয়োজন রয়েছে। রয়েছে পার্কিং থেকে শুরু করে পর্যটকদের জন্য নানান সুযোগ-সুবিধার প্রয়োজন। সেইসব ক্ষতিয়ে দেখেন,এবং পৌরনিগমের দ্বারা নির্মিত শৌচালয় ও গেস্ট হাউসটি গোষ্ঠীর দ্বারা পরিচালিত করার কথাওদেন তিনি।
নিতীন সিংঘানিয়া জানান, পর্যটকদের সুবিধার জন্য যা যা করার তারা সমস্তটাই করবেন। একটা পরিকল্পনা করা হবে। এরপর এডিডিএ এবং পৌরনিগম থেকে যা যা ব্যবস্থা করার সেই ব্যবস্থা তারা খুব তাড়াতাড়ি করবেন। প্রশাসনের উদ্যোগে খুশি মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের সেবায়েত দিলীপ দেওঘরিয়া জানিয়েছেন আমরা এডিডিএ চেয়ারম্যান তাপস বাবুকে অনুরোধ করেছিলাম মায়ের মন্দিরকে সুন্দর একটি সুন্দর ভাবে সাজানোর জন্য। অনুরোধ করার পরই আজ সরকারি টিম এল।আমরা আশা করছি এরপর মন্দির সংস্কারের কাজ হবে।
No comments:
Post a Comment