রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : চিটফান্ড কাণ্ডে গত শুক্রবার সি বি আইয়ের হাতে গ্রেফতার হয়েছিলো বর্ধমান পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায়। মূলত বেআইনি অর্থলগ্নি সংস্থা বর্ধমান সন্মার্গ ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি সংস্থার কাছ থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তবে ধৃত ওই তৃণমূল নেতার স্ত্রী সেদিন জানিয়ে ছিলেন, এব্যাপারে কিছুই জানা নেই তাদের। যদিও সিবিআইয়ের দাবি, বর্ধমান সন্মার্গ নামে ওই চিটফান্ড সংস্থাকে বিভিন্ন সুবিধা অবৈধভাবে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে প্রায় ৩.৭৫ কোটি টাকা নিয়েছেন প্রণববাবু। সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন পরীক্ষা করে তেমনি তথ্য নাকি সামনে এসেছিলো সিবিআইয়ের হাতে। আর কেন তিনি টাকা নিয়েছিলেন তার কোন সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি ওই তৃণমূল নেতা। আর তার পরেই শুক্রবার তাঁকে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
এদিকে ধৃত ওই তৃণমূল নেতাকে সিবিআইয়ের তরফে গত শুক্রবার আসানসোল আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে আদালত তাকে ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এদিকে চার দিনের সিবিআই হেফাজতের শেষে সোমবার তাকে পুনরায় আসানসোল আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে বিচারক তাকে পুনরায় ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। আগামী ২৭ শে ডিসেম্বর পুনরায় ওই তৃণমূল নেতা প্রনব চট্টোপাধ্যায়কে আদালতে তোলা হবে বলে জানা গেছে।
No comments:
Post a Comment