রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল :- কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রের আবারও ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলো আসানসোলের বিশেষ সিবিআই আদালত। সূত্রের খবর বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছে বিকাশ মিশ্র। আর তাই সশরীরে আদালতে উপস্থিত থাকতে পারেননি তিনি। আর বিকাশের শারীরিক অসুস্থতার কারণে আদালতের কাছে জামিনের আবেদন জানান বিকাশ মিশ্রের আইনজীবী। কিন্তু সেই আবেদনের বিরোধীতা করে সিবিআইয়ের আইনজীবী। আর সব দিক বিবেচনা করে আদালত বিকাশ মিশ্রকে পুনরায় ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এবং আগামী ২২ শে ডিসেম্বর আবার তাকে আদালতে পেশ করবার নির্দেশ দেন আদালত।
প্রসঙ্গত গত শনিবার বিকাশ মিশ্র কে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করা হলে বিচারক তাকে দু দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এবং সেই মত সোমবার তাকে পুনরায় আদালতে পেশ করার কথা থাকলেও গত রবিবার সন্ধ্যায় হঠাইই অসুস্থ হয়ে পড়ে বিকাশ মিশ্র। এর পরেই তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজে। সেখান থেকে তাকে পরে স্থানান্তরিত করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে।
No comments:
Post a Comment