Breaking

Monday, December 13, 2021

তান্ত্রিকের খপ্পরে পরে বাড়ি থেকে খোয়া গেল সর্বস্ব

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : এবার ভূয় তান্ত্রিকের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালো বাড়ির বাসিন্দারা।  এমনি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামোতপুর নূরনগর এলাকায়। জানা গেছে ওই এলাকার আফজল আনসারী নামে এক বাসিন্দা তার কাছ থেকে দিন দশ পনেরো দিন আগে বাড়িভাড়া নেন এক তান্ত্রিক। আর এর পরেই ওই বাড়ীর মালিক ও তার পরিবার কে তন্ত্রমন্ত্র সাধনার লোভ দেখিয়ে তান্ত্রিকের তন্ত্রমন্ত্র কাজ করার নামে রবিবার রাতে আফজল আনসারীর বাড়িতে আসেন ওই ভূয় তান্ত্রিক। আর এর পরেই ঐ তান্ত্রিকের খপ্পরে পড়ে যান বাড়ীর মালিক আফজল আনসারী ও তার পরিবার। 

জানা যায় ওই তান্ত্রিক তন্ত্রমন্ত্র সাধনার নামে খাবারে সঙ্গে মাদক দব্য খাইয়ে দেয় আফজল আনসারীর পরিবারের সকলকে। আর এর পরেই তাদের অচেতন অবস্থার সুযোগ নিয়ে আফজালের বাড়িতে লুটপাট চালায় ওই ভূয় তান্ত্রিক। আর এর পরেই ওই এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে গা ঢাকা দেয় ওই ভুয়ো তান্ত্রিক।
আর এঘটনার পরেই সোমবার সকালে ওই পরিবারের লোকদের না দেখতে পেয়ে এলাকার মানুষরা আফজল আনসারীর বাড়িতে গিয়ে দেখে যে বাড়িতে আফজল সহ তার স্ত্রী, ছেলে মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। আর এঘটনার খবর পেয়েই তার বাড়িতে যায় স্থানীয় কংগ্রেস নেতা যাখির হোসেন ও সিপিএমনেতা জাভেদ আনসারী। তারাই প্রতিবেশীদের সহযোগিতায় ঐ পাঁচজন কে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। পরে ঘটনার কথা জানিয়ে খবর দেওয়া হয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে।  তারা ঘটনাস্থলে এসে গোটা ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

No comments:

Post a Comment

Adbox