নিজস্ব প্রতিবেদন, হাওড়া : প্রতিভাবান এয়ার রাইফেল শ্যুটার কণিকা লায়েকের অস্বাভাবিক মৃত্যু। জানা গেছে হাওড়ার বালির একটি হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ২৭ বছর বয়সী শ্যুটার কণিকার দেহ। এদিন বালির ওই হোস্টেলের ঘরের দরজা ভেঙে তার দেহ উদ্ধার করে পুলিশ। আর তার এই মৃত্যু ঘিরে ইতিমধ্যে বাঁধতে শুরু করেছে রহস্যের দানা।
কণিকা ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও, কলকাতায় ট্রেনিং সেন্টারে ট্রেনিং নেওয়ায় জন্য গত মাস চারেক আগে বালির ওই মহিলা হোস্টেলে থাকতে শুরু করে সে। এদিকে সূত্র মারফত জানা গেছে কণিকার ঘর থেকে একটি সুসাইট নোটও উদ্ধার করেছে বালি থানার পুলিশ। তবে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছে ওই শ্যুটার। এদিকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে তরুণ ওই শ্যুটারের এহেন পরিণতি স্বাভাবিক ভাবেই মেনে নিতে পারছেনা। ওই হোস্টেলে থাকা অন্যান্য আবাসিকরা। পাশাপাশি তার এই অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়া মহলেও।
No comments:
Post a Comment